ঢাকা, বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল ২০২৪ ইং | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাগাতিপাড়ায় অন্যের জমিতে সীমানা প্রাচীর নির্মাণের চেষ্টা

ফজলুর রহমান, (বাগাতিপাড়া)  নাটোর প্রতিনিধি  : বাগাতিপাড়ায় প্রভাবশালী পুকুর মালীকের বিরুদ্ধে প্রভাবখাটীয়ে সীমানা প্রাচীর নির্মাণের অভিযোগ করেছেন ভুক্তভোগী জামাল। এ ঘটনায় ভুক্তভোগী জামাল বাগাতিপাড়া মডেল থানায় লিখিত অভিযোগ করেন।
বাগাতিপাড়া মডেল থানার এসআই দুলাল বলেন, অভিযোগকারী বলছেন তার ক্রয়কৃত সম্পত্তি আর বিবাদী পক্ষ বলেছেন তিনি লিজ নিয়েছেন। উভয় পক্ষের দাবির সত্যতা যাচাই করা হচ্ছে। তদন্তের পরে বিষয়টি জানানো যাবে।
উপজেলার চকহরিরামপুর গ্রামের জামাল উদ্দিনের লিখিত অভিযোগে জানা যায়,   বাগাতিপাড়া সদর ইউনিয়নের বিলগোপালহাটী মৌজায় ১৭২ ও ১৪৪নং দাগে ২৮ শতক সম্পত্তি ক্রয় করেন তিনি। জমিটিতে পুকুর থাকায় দীর্ঘদিন থেকেই পার্শবতি প্রজেক্ট (পুকুর) মালিক ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ তাকে বিক্রি করার কথা বলে আসছিলেন। কিন্তু জামাল পুকুরটি বিক্রি না করায় তাকে হুমকি দেয়া সহ বিভিন্ন সময় মিথ্যা মামালা দিয়ে হয়রানী করছেন বলে অভিযোগ করা হয়। সম্প্রতি ইঞ্জিনিয়ার জমালের পুকুর এলাকা সহ তার পজেক্ট প্রাচীর বেষ্টিত করতে চাইলে বাধা দেয় জামাল।
পুকুর মালিক জামালের দাবি,  ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ আমার পুকুরটি কিনতে চেয়েছিলেন। আমি বিক্রি করতে চাইনি বলে তিনি আমার প্রতি রাগান্নিত হন। আমার নামে একাধিক মিথ্যা মামলা ও হুমকি ভয়-ভীতি দেখাচ্ছেন দীর্ঘদিন যাবৎ। সম্প্রতি তিনি আমার পুকুর এলাকা তারের প্রাচীর দিয়ে ঘিরে নিচ্ছেন। আমি প্রতিবাদ করলে, আমাকে প্রাণনাশের হুমকি দেন।তাই বাধ্য হয়ে আইনের আশ্রয় নেই।
অভিযোগের সত্যতা য়াচাই করতে ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদকে জিজ্ঞাসা করলে  তিনি বলেন, জামালে কোন জমিই এখানে নেই।মোবাইলে কথা বলার সময় নেই, আপনার বেশী কিছু জানার থাকলে সরাসরি এসে দেখা করেন।

You must be Logged in to post comment.

প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী দায়সারা আয়োজনে খামারিদের দুর্ভোগ ৭ ঘন্টায় পশুর খাবার দেয়া হয়েছে মাত্র এক আটি ঘাস ও ১ কেজি ভূসি প্রদর্শনী শেষে আগে ৮০০ থেকে ১ হাজার টাকা দেয়া হলেও এবার দেয়া হয়েছে মাত্র ১৫০ থেকে ৩৫০ টাকা।     |     বিরল উপজেলা সিএসও এর দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত     |     বিরলে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত     |     টাঙ্গাইলে সেরা ওসি নির্বাচিত হলেন আহসান উল্লাহ্, পেলেন শ্রেষ্ঠ সম্মাননা পুরস্কার      |     বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ      |     বীরগঞ্জে ইউএনওকে বয়কট করলেন ইউপি চেয়ারম্যানরা     |     আটোয়ারীতে দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত     |     অসম্প্রদায়িক বাংলাদেশ তথা সোনার বাংলা গড়ার প্রশ্নে যে কোন অপশক্তিকে প্রতিহত করা হবে। মুজিবনগর দিবসে এই হোক অঙ্গীকার -কাজী জাফর উল্লাহ     |     বগুড়ার শেরপুরে প্রানিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন     |     আটোয়ারী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত     |