ঢাকা, শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪ ইং | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাঙ্গালির হাজার বছরের ঐতিয্যগাথা বর্ষবরণ পালন করতে দিলোনা বেরসিক করোনা ভাইরাস

খান আঃ জব্বার শিবলীঃ পবিত্র মাহেরমজানের প্রথমদিন, বাঙ্গালির হাজার বছরের ঐতিয্যগাথা বৈশাখেরও প্রথমদিন আজ। কৃষকের ক্ষেতভরা পাকা ধান। নতুন বর্ষবরণের সাথে সাথে ধান কেটে ঘরে তুলবে এমনটাই আশাছিল কৃষকের। এ দিকে বছর ঘুরে পবিত্র মাহেরমজান ও এসেছে দ্বারে, তাকেতো বরণ করতেই হবে। সবকিছু পালনে প্রয়োজন অর্থের তাতো ছিল রাস্তার পাশে জরাজীর্ণ মুদিদোকানে। লকডাউন দেয়না দোকানটা খুলতে। অর্ধহারে অনাহারে জীবনটা আজ উল্টাদিকে ঝুলছে। এত আনন্দ উল্লাস উপভোগ করার জন্য সবকিছু নাগালের মধ্যে থাকলেও বিধির বিধান নিষ্ঠুর করোনা ঝড়ে সব কিছু লন্ডভন্ড করে দিয়েছে। করোনা প্রতিরোধে স্বচ্চার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) খান মাসুম বিল্লাহ ও আইন শৃঙ্খলা বাহিনি লড়াকু সৈনিক সরদার মোর্শারফ হোসেন সক্রিয় ভূমিকা পালনে স্ব স্ব বাহিনি নিয়ে সর্বদা মানবতার সেবায় করোনা প্রতিরোধে অগ্রনি ভূমিকা পালন করছে। এক বছর আগে করোনাভাইরাস মহামারীর বিরুদ্ধে লড়াই শুরু হয়েছিল যে অস্থিরতা নিয়ে তার খুব একটা লক্ষণ মানুষের মধ্যে দেখা যায়নি। মানুষ সচেতন হলে সরকারকে কোটি কোটি টাকা ব্যায় করে লকডাউন বাস্তবায়ন করতে হতোনা। সচেতনতাই কোভিড-১৯ করোনা ভাইরাসের একমাত্র প্রতিসেধক যা মানুষ মানতে রাজি নয়। এবার দ্বিতীয় দফা কঠোর ‘লকডাউনের’ প্রথম দিনে। অনেকটা ঢিলেঢালাভাবেই কেটে গেছে বুধবার লকডাউন শুরুর দিন। তবে গণপরিবহন না থাকায় কর্মজীবী মানুষকে চরম ভোগান্তি পোহাতে হয়েছে। সারাদেশে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় ১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল সারাদেশে কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার। এক সপ্তাহের লকডাউনের প্রথম দিন সুনসান লক্ষ মানুষের কোলাহলে মুখরিত রূপসা ঘাট এলাকা। লকডাউনের প্রথম দিন রূপসা উপজেলার গুরুত্বপুর্ণ জনবহুল এলাকায় বিধিনিষেধ মানার ক্ষেত্রে দেখা গেছে গা-ছাড়া ভাব। তা মানাতেও খুব বেশি কড়াকড়ি আইনের প্রয়োগ দেখা যায়নি। যদিও কয়েকটি জায়গায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা করেছে উপজেলা নির্বাহি অফিসার খান মাসুম বিল্লাহ। সূত্রমতে উপজেলার বিভিন্ন বাজারে করোনা আইন উপেক্ষা করে স্বাস্থবিধি অমান্য করার কারনে বিভিন্ন স্পটে বিভিন্ন অপরাধে ১১ জনকে মোট ৬ হাজার টাকা জরিমানা করেছে। সরকারি নির্দেশনা মেনে গণপরিবহন বন্ধ থাকলেও ব্যক্তিগত গাড়ি, অটোরিকশা ও রিকশা চলেছে অন্যান্য দিনের মতই। তাছাড়া রূপসা উপজেলার রূপসা ও ভৈরব নদী দ্বারা বেষ্টিত থাকার কারনে খেয়া পাড়াপাড় একটি গুরুত্বপূর্ণ বিষয়। উপজেলা প্রশাসন খেয়া পারাপারে নিষেধাজ্ঞা জারি করলেও কিছু অসাধু মাঝি ঘাট ছেড়ে পার্শবর্তী এলাকায় গিয়ে বেশি টাকার বিনিময়ে পারাপার অব্যহত রেখেছে। পাড়া-মহল্লার দোকানপাটও খুলেছে। কাঁচাবাজারে মানুষের ভিড়ও দেখা গেছে। বিভিন্ন বেসরকারি শিল্প প্রতিষ্ঠান খোলা থাকায় গণপরিবহনের অভাবে বাধ্য হয়েই মানুষকে পায়ে হেঁটে কিংবা রিকশায় কর্মস্থলে যেতে হয়েছে। এদিন সচল শিল্প-কারখানায় কাজ করতে যাওয়া শ্রমিকদের কর্মস্থলে নূন্যতম স্বাস্থ্যবিধি মানতে হলেও নিম্ন আয়ের এসব মানুষকে পথের ভোগান্তিতে গলদঘর্ম হতে হয়েছে। সপ্তাহব্যাপী লকডাউন শুরুর দিনই সারাদেশে ৫ হাজার ১৮৫ জন আক্রান্ত হয়েছে এবং করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৬ জন।

You must be Logged in to post comment.

প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী দায়সারা আয়োজনে খামারিদের দুর্ভোগ ৭ ঘন্টায় পশুর খাবার দেয়া হয়েছে মাত্র এক আটি ঘাস ও ১ কেজি ভূসি প্রদর্শনী শেষে আগে ৮০০ থেকে ১ হাজার টাকা দেয়া হলেও এবার দেয়া হয়েছে মাত্র ১৫০ থেকে ৩৫০ টাকা।     |     বিরল উপজেলা সিএসও এর দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত     |     বিরলে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত     |     টাঙ্গাইলে সেরা ওসি নির্বাচিত হলেন আহসান উল্লাহ্, পেলেন শ্রেষ্ঠ সম্মাননা পুরস্কার      |     বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ      |     বীরগঞ্জে ইউএনওকে বয়কট করলেন ইউপি চেয়ারম্যানরা     |     আটোয়ারীতে দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত     |     অসম্প্রদায়িক বাংলাদেশ তথা সোনার বাংলা গড়ার প্রশ্নে যে কোন অপশক্তিকে প্রতিহত করা হবে। মুজিবনগর দিবসে এই হোক অঙ্গীকার -কাজী জাফর উল্লাহ     |     বগুড়ার শেরপুরে প্রানিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন     |     আটোয়ারী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত     |