ঢাকা, শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪ ইং | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বীরগঞ্জে করোনা সংক্রমনে সপ্তাহব্যাপী লকডাউনে প্রশাসন মাঠে ছুটছে

এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি – দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা প্রশাসন করোনা সংক্রমন রোধে সপ্তাহব্যাপী লকডাউন চলাকালে কঠোর অবস্থান নিয়ে সকাল থেকে মাঠে ঘুরছে।

বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল কাদেরের নেতৃত্বে সপ্তাহব্যাপী লকডাউনের প্রথম দিন ১ জুলাই বৃহস্পতিবার সকাল থেকে নির্বাহী ম্যাজিষ্টেট ও বীরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ ডালিম সরকার, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন প্রধান ও পুলিশের একটি টিম বীরগঞ্জ পৌর শহরের বিভিন্ন এলাকা সহ উপজেলার পলাশবাড়ি, শতগ্রাম, নিজপাড়া, মরিচা ইউনিয়নের বিভিন্ন বাজার ও এলাকায় পরিদর্শন করেন।

বিভিন্ন এলাকা পরিদর্শন করে সন্তশ প্রকাশ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাদের বলেন, প্রাণঘাতী করোনা থেকে আমাদের নিজের ও প্রিয়জনের জীবন বাঁচাতে সপ্তাহব্যাপী লকডাউন মেনে চলুন। অপ্রয়োজনে কেউ ঘর থেকে বের হবেন না। তাই স্বাস্থ্যবিধি মানুন, মাস্ক ব্যবহার করুন। করোনা সংক্রমণ প্রতিরোধে সবার সহযোগিতা ও সচেতনতা প্রয়োজন। অন্যথায় উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে যাবে।

You must be Logged in to post comment.

প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী দায়সারা আয়োজনে খামারিদের দুর্ভোগ ৭ ঘন্টায় পশুর খাবার দেয়া হয়েছে মাত্র এক আটি ঘাস ও ১ কেজি ভূসি প্রদর্শনী শেষে আগে ৮০০ থেকে ১ হাজার টাকা দেয়া হলেও এবার দেয়া হয়েছে মাত্র ১৫০ থেকে ৩৫০ টাকা।     |     বিরল উপজেলা সিএসও এর দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত     |     বিরলে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত     |     টাঙ্গাইলে সেরা ওসি নির্বাচিত হলেন আহসান উল্লাহ্, পেলেন শ্রেষ্ঠ সম্মাননা পুরস্কার      |     বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ      |     বীরগঞ্জে ইউএনওকে বয়কট করলেন ইউপি চেয়ারম্যানরা     |     আটোয়ারীতে দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত     |     অসম্প্রদায়িক বাংলাদেশ তথা সোনার বাংলা গড়ার প্রশ্নে যে কোন অপশক্তিকে প্রতিহত করা হবে। মুজিবনগর দিবসে এই হোক অঙ্গীকার -কাজী জাফর উল্লাহ     |     বগুড়ার শেরপুরে প্রানিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন     |     আটোয়ারী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত     |