ঢাকা, বৃহস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪ ইং | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

 বোদা উপজেলায় ৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে ভোক্তার জরিমানা

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলায় ব্যবসা প্রতিষ্ঠানে দ্রব্য মূল্য তালিকা না থাকা, মেয়াদ উত্তীন পণ্য রাখাসহ সরকারি ভ্যাট ফাঁকি দিয়ে বিদেশী পণ্য বিক্রি করার অপরাধে ভোক্তার বাজার তদারকিতে ৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা করেছে পঞ্চগড় জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ সোমবার (৫ অক্টোবর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বোদা উপজেলার পাঁচপীর বাজার ও বল্লাম হাট বাজারে অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক পরেশ চন্দ্র বর্মন। জানা যায়, বোদা উপজেলার পাঁচপীর ও বল্লাম হাটে দোকানে দ্রব্য মূল্য তালিকা না থাকায় এবং মেয়াদ উত্তীন পণ্য রাখাসহ সরকারি ভ্যাট ফাঁকি দিয়ে বিদেশী পণ্য বিক্রি করার অপরাধে ওই ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী পরিচালকের নেতৃত্বে পরিচালিত অভিযানে সহযোগিতা করেন বোদা উপজেলা স্যানিটারী ইনস্পেক্টর, নিরাপদ খাদ্য ও বোদা থানা পুলিশের একটি টিম ।

You must be Logged in to post comment.

বিরলে দূর্নীতি প্রতিরােধ কমিটির ইফতার মাহফিল।     |     ঝিকরগাছায় পৌর মেয়রের ইফতারে জাতীয় সংসদ সদস্য ডা. তুহিন     |     ঝিকরগাছায় যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন     |     পবিত্র মাহে রমজান উপলক্ষে মাদারীপুর কে.আই হাসপাতালের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প     |     একের পর এক মরছে গরু, সীমান্তে আতঙ্কে দুই গ্রামের মানুষ     |     পঞ্চগড়ে স্বাধীনতা দিবস উপলক্ষে গরীব ও দুঃস্থদের মাঝে বিজিবির ইফতার বিতরণ।     |     যথাযথ মর্যাদায় পঞ্চগড়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন       |     মেহেরপুর জেলা বিএনপির উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত     |     মেহেরপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত     |     যথাযোগ্য মর্যাদায় বোরহানউদ্দিনে স্বাধীনতা দিবস উদযাপন      |