ঢাকা, শনিবার, ২০শে এপ্রিল ২০২৪ ইং | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ব্রাজিলের বিশ্বকাপ দলে সুযোগ পেতে পারেন সতেরো বছর বয়সি ভিনিসিয়াস!

স্পোর্টস ডেক্স : রিয়াল মাদ্রিদের ভবিষ্যৎ তারকা হিসেবে অনেকেই ভিনিসিয়াস জুনিয়রকে দেখতে পাচ্ছেন। কারণ তার মধ্যে যে সেই সম্ভাবনা আছে। তার কিন্তু বয়স মাত্র ১৭। অথচ এরই মধ্যেই রপ্ত করেছেন ফুটবলের অবিশ্বাস্য সব স্কিল। আর ভবিষ্যৎ রিয়াল মাদ্রিদের এই তারকা সুযোগ পেলেই রিয়াল মাদ্রিদকে প্রশংসায় ভাসাচ্ছেন। এবারো হলো না তার ব্যতিক্রম। জানিয়ে দিলেন চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদেরই সাপোর্টার তিনি।ব্রাজিলের গ্লোবোস্পোর্টকে দেয়া সাক্ষাৎকারে ভিনিসিয়াস বলেন, আমিনেইমারের প্রশংসা করি। সে আমাকে অনেক উপদেশ দেয়। কিন্তু আমি রিয়াল মাদ্রিদের সাপোর্টার। চ্যাম্পিয়নস লিগে পিএসজির বিপক্ষে রিয়াল মাদ্রিদেরই সাপোর্ট করব।কিছুদিন আগেই ফ্লামেঙ্গোর হয়ে শিরোপা জিতেছেন ভিনিসিয়াস। ফাইনালে দারুণ এক গোলও করেছেন তিনি। এই প্রসঙ্গে ভিনিসিয়াস বলেন, আমার বয়স যখন ১০ বছর, তখন থেকেই আমি এই স্বপ্ন দেখতাম। আমার স্বপ্ন এবার সত্যি হয়েছে।এদিকে সামনেই বিশ্বকাপ। আর সেই বিশ্বকাপের জন্য ব্রাজিল এখন দল গুছিয়ে নিচ্ছে। সেখানে কি ভিনিসিয়াসকে দেখা যাবে?ভিনিসিয়াস বলেন, আমি বিশ্বকাপে যাওয়ার স্বপ্ন দেখি এবং আমি আমার সেরাটা দিতে চাই। কিছুদিন আগে রোনালদিনহোর সাথে আমার কথা হয়েছে। তিনি আমাকে বলেছেন, সব সময়ই বিশ্বকাপে কিছু তরুণ তারকা সুযোগ পেয়ে থাকে অভিজ্ঞতা অর্জনের জন্য। তাই টিটের কাছ থেক একটা কল পেতেই পারি।

You must be Logged in to post comment.

গাংনীা নওপাড়ায় তামাক ঘরে আগুন। বসতঘরসহ ৪ টি তামাক ঘর পুড়ে ছাই     |     মেহেরপুরে প্রধান মন্ত্রী প্রদত্ত আর্থিক অনুদানের চেক বিতরণ     |     বিরলে এক হোটেল ব্যবসায়ীর গোলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।     |     ঝিকরগাছায় এসএসসি-৯৩ ব্যাচের বন্ধু আড্ডা ও মিলন মেলা অনুষ্ঠিত     |     গাংনীতে পুলিশের মাদক বিরোধী আভযানে ফেনসিডিল ও গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী আটক     |     প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী দায়সারা আয়োজনে খামারিদের দুর্ভোগ ৭ ঘন্টায় পশুর খাবার দেয়া হয়েছে মাত্র এক আটি ঘাস ও ১ কেজি ভূসি প্রদর্শনী শেষে আগে ৮০০ থেকে ১ হাজার টাকা দেয়া হলেও এবার দেয়া হয়েছে মাত্র ১৫০ থেকে ৩৫০ টাকা।     |     বিরল উপজেলা সিএসও এর দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত     |     বিরলে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত     |     টাঙ্গাইলে সেরা ওসি নির্বাচিত হলেন আহসান উল্লাহ্, পেলেন শ্রেষ্ঠ সম্মাননা পুরস্কার      |     বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ      |