ঢাকা, শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪ ইং | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ভূঞাপুর উপজেলা পরিষদে উপনির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নার্গিস বেগম জনসমর্থনে এগিয়ে

আঃ রশিদ তালুকদার, টাঙ্গাইল প্রতিনিধিঃটাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ’লীগ নেতা মোঃ আব্দুল হালিম এডভোকেট গত ৩০ জুলাই ২০২১ তারিখে মহামারী করোনায় মৃত্যু বরণ করায় উপজেলা চেয়ারম্যান পদটি শূন্য হয়। এ সুবাদে ভূঞাপুর উপজেলা পরিষদের উপনির্বাচনের তফসীল ঘোষনার আগ মূহুর্তেই বেশ কয়েকজন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা প্রচার-প্রচারনা চালাচ্ছে।
তাদের মধ্যে অন্যতম প্রার্থী প্রয়াত চেয়ারম্যান মোঃ আব্দুল হালিম এডভোকেটের সহধর্মিনী, জাতীয় মহিলা সংস্থার ভূঞাপুর শাখার চেয়ারম্যান, লোকমান ফকির মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক, আ’লীগ নেত্রী ও সমাজ সেবক মোছাঃ নার্গিস বেগম উপজেলার বিভিন্ন স্তরের মানুষের মাঝে সাদা মনের মানুষ হিসেবে ব্যাপক পরিচিত হয়ে উপনির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রচার-প্রচারনায় জনসমর্থনে এগিয়ে রয়েছেন।
এলাকার বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, মোছাঃ নার্গিস বেগমের সুনামের কথাটি মানুষের মূখে মূখে শোনা যাচ্ছে। অধিকাংশ মানুষ চায়ের দোকান, পাড়া-মহল্লায় মোছাঃ নার্গিস বেগমের স্বপক্ষে আলোচনা চালাচ্ছে। তারা বলছে, ভূঞাপুর উপজেলা পরিষদের নৌকা প্রতীকের প্রত্যাশী চেয়ারম্যান একাধিক প্রার্থী থাকলেও তাদের মধ্যে যোগ্যতার মাপকাঠিতে তিনি বেশি এগিয়ে রয়েছেন।
এলাকায় সম্ভাব্য প্রার্থী মোছাঃ নার্গিস বেগম একজন ভালো মানুষ হিসেবে ইতিমধ্যে পরিচিতি লাভ করেছে। অপর দিকে প্রয়াত চেয়ারম্যান আব্দুল হালিম এডভোকেট একাধারে দুইবার উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান থাকায় তার সমর্থকসহ ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষদের মাঝে স্ত্রী মোছাঃ নার্গিস বেগমের জনপ্রিয়তা বেড়েই চলেছে। উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন নেতাকর্মী, বিভিন্ন শ্রেনীপেশার ভোটারা আওয়ামীলীগের মননয়ন বোর্ড বরাবরে মোছাঃ নার্গিস বেগমকে নৌকা প্রতীক দিতে মিডিয়ার মাধ্যমে দাবী জানিয়েছে।
মোছঃ নার্গিস বেগম জানান, আমার স্বামী ভূঞাপুর উপজেলা পরিষেদে দুইবার চেয়ারম্যান অবস্থায় মানুষের সেবা মূলক কাজ ও সরকারের উন্নয়ন মূলক কাজ করেছে। স্বামী মৃত্যু বরণ করায় ভূঞাপুরের মানুষের খেদমত, সেবা ও সরকারের উন্নয়ন মূলক কাজ করার জন্য বিশ^াসী হয়ে আসন্ন উপজেলা পরিষদের উপনির্বাচনের নৌকা প্রতীক প্রত্যাশী হয়ে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রচার-প্রচারনা চলাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে দয়াকরে নৌকা প্রতীক দিলে আমি জনগনের সমর্থনে নিশ্চিত আল্লাহর রহমতে বিজয়ী হইব। আমার স্বামীর রেখে যাওয়া অসমাপ্ত উন্নয়নমূলক কাজ গুলো শেষ করার জন্য বদ্ধপরিকর। আমার স্বামীর জান্নাতবাসী জন্য সকলের কাছে দোয়া কামনা করছি। আমি সকলের সহযোগীতা কামনা করছি, খোদা হাফেজ।

You must be Logged in to post comment.

গাংনী উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত     |     গাংনী পৌরসভার আয়োজনে শহর সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা অনুষ্ঠিত     |     মেহেরপুর প্রতিদিনের ৭ম বছরে পদার্পণে আমন্ত্রিত অতিথিরা  জেলার শিক্ষা,শিল্প, সাহিত্য, সংস্কৃতি, মুক্তিযুদ্ধ ও উন্নয়ন তুলে ধরে পত্রিকাটিকে গণমানুষের মুখপাত্র হিসেবে গড়ে তুলতে হবে।     |     আন্তর্জাতিক যোগাযোগের গেটওয়ে হবে কুড়িগ্রাম     |     কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা     |     বিরলের ৩ টি ইউপি’র ১৯জন চেয়ারম্যান পদ প্রার্থীর মনোনয়পত্র দাখিল। সংরক্ষিত ২৫ ও সাধারণ ৯৪ জন প্রার্থী।     |     গাংনীতে মাটি ভর্তি ট্রলির উপর থেকে চাকার নিচে পড়ে শিশু নিহত     |     টাঙ্গাইলে ৯৬৬ বোতল ফেনসিডিলসহ আটক ৪     |     ঢাকায় ‘শিক্ষায় ন্যায্যতাভিত্তিক বাজেট: আমাদের প্রত্যাশা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত     |     আটোয়ারীতে দেশান্তরী চাচার খেলাপী ঋণ পরিশোধ করে দৃষ্টান্ত স্থাপন করলেন বীর মুক্তিযোদ্ধ ভ্রাতুষ্পুত্র     |