ঢাকা, শনিবার, ২০শে এপ্রিল ২০২৪ ইং | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভূঞাপুর পৌর নির্বাচন প্রার্থী ও সংবাদকর্মীদের সাথে ডিসির মতবিনিময়

আঃ রশিদ তালুকদার, টাঙ্গাইল প্রতিনিধিঃ আসন্য ভূঞাপুর পৌরসভা নির্বাচনে আইন শৃঙ্খলা বিষয়ে প্রার্থী, সংবাদকর্মী ও প্রিজাইডিং অফিসারদের সাথে মতবিনিময় করেছেন জেলা প্রশাসন।
বুধবার (২৭ জানুয়ারি) রাতে উপজেলা অডিটোরিমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ ইশরাত জাহানের সভাপতিত্বে নির্বাচনী বিশেষ আইন শৃংখলা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখে টাঙ্গাইল জেলা প্রশাসক মো. আতাউল গনি। বিশেষ অতিথি টাঙ্গাইল জেলা পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বিপিএম, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা এ এইচ এম কামরুল হাসান, রির্টানিং কর্মকর্তা মুহাম্মদ মোশারফ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মো. আসলাম হোসাইন প্রমুখ।
জেলা প্রশাসক বলেন, যেকোনো মূল্যে পৌরসভা নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে। এজন্য প্রতিটি কেন্দ্রে থাকবে একজন ম্যাজিস্ট্রেট, পুলিশের স্টাইকিং ফোর্স, র‌্যাব, ও বিজিবির সদস্যররা। ব্যালট পেপার প্রতিটি কেন্দ্রে সকালে সরবরাহ করাসহ প্রার্থীদেরকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার পরামর্শ দেন। প্রিজাইডিং অফিসারদেরকে নির্ভয়ে দায়িত্ব পালন করার নির্দেশ দেন এবং সকল প্রার্থীদের সার্বিক সহযোগিতা করার অনুরোধ জানান।
টাঙ্গাইল জেলা পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বলেন, নির্বাচনের আগে এবং পরে প্রার্থী ও ভোটারদের নিরাপত্তায় আইন শৃংখলা বাহিনী সার্বক্ষনিক ততপর থাকবে।

You must be Logged in to post comment.

আটোয়ারীতে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর সাধারণ সভা     |     আটোয়ারীতে বীর মুক্তিযোদ্ধা মির্জা আব্দুর রাজ্জাক এঁর লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন     |     ঝিকরগাছার পল্লীতে মেয়েকে খুঁজে না পেয়ে থানায় অভিযোগ     |     মাদারীপুরে ৮শ’ টাকায় বিক্রি হচ্ছে গরুর মাংস     |     ঠাকুরগাঁওয়ে নিখোঁজের ২ দিন পরে ছাত্রের মরদেহ উদ্ধার     |     গাংনীা নওপাড়ায় তামাক ঘরে আগুন। বসতঘরসহ ৪ টি তামাক ঘর পুড়ে ছাই     |     মেহেরপুরে প্রধান মন্ত্রী প্রদত্ত আর্থিক অনুদানের চেক বিতরণ     |     বিরলে এক হোটেল ব্যবসায়ীর গোলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।     |     ঝিকরগাছায় এসএসসি-৯৩ ব্যাচের বন্ধু আড্ডা ও মিলন মেলা অনুষ্ঠিত     |     গাংনীতে পুলিশের মাদক বিরোধী আভযানে ফেনসিডিল ও গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী আটক     |