ঢাকা, বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল ২০২৪ ইং | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভূঞাপুর সাব-রেজিস্ট্রার অফিস দলিল জিম্মি করে প্রকাশ্যে ঘুষ আদায়

আ: রশিদ তালুকদার, টাঙ্গাইল প্রতিনিধি: ভূঞাপুর সাব-রেজিস্ট্রার অফিসের অফিস সহকারী আমিনা খাতুনের বিরুদ্ধে নানা অজুহাতে দলিল জিম্মি করে ঘুষ আদায়ের অভিযোগ উঠেছে। এতে অতিষ্ঠ হয়ে উঠেছে দলিল দাতা-গ্রহীতা ও দলিল লেখকরা।

গত ১মার্চ টাঙ্গাইল জেলা সাব-রেজিস্ট্রার অফিসার বরাবর লিখিত অভিযোগ করেও কোন ফল পাওয়া যায়নি বলে জানান দলিল লেখকরা। অভিযোগে উল্লেখ করেন এ অফিসে প্রতিদিন গড়ে ৫০ থেকে ৬০টি দলিল হয়। প্রতিটি দলিল থেকে জেলা সাব-রেজিস্ট্রার অফিসের জন্য ৩শ টাকা থেকে শুরু করে দলিল বেধে ৫হাজার টাকা পর্যন্ত ঘুষ দাবি করে। আদায় না হওয়া পর্যন্ত দলিল জিম্মি করে রাখেন। বাধ্য হয়ে ঘুষ দিয়ে দলিল ছাড় করতে হয়।
নাম প্রকাশে অইচ্ছুক একজন নকল নবীশ জানান, জেলা সাব-রেজিস্ট্রার ও সাব-রেজিস্ট্রারে নাম ভাঙ্গিয়ে পুরো অফিস অনিয়মের দুর্ঘ বানিয়ে রেখেছে। কমিশনের দলিল নগদ টাকা নেয়ার পর নির্ধিষ্ট থাম বহিতে টিপসহি না নিয়ে সাধারণ বহিতে টিপসহি নেয়ার অভিযোগ রয়েছে। যা যে কোন সময় দলিল বিষয়ে মামলা মোকদ্দমা হলে দলিল দাতা ও গ্রহীতা উভয়েরই সমস্যা সৃষ্টির আশংকা রয়েছে।

অভিযোগের বিষয়ে আমিনা খাতুনের সাথে যোগাযোগ করা হলে কোন মন্তব্য করতে রাজি হননি।

এদিকে, এ ভাবে নানা অজুহাতে প্রকাশে ঘুষ গ্রহণ করে কোটি কোটি টাকার মালিক হয়েছে আমিনা খাতুন। নামে বেনামে করেছে অজস্র সম্পদ। দুর্নীতি দমনের দৃষ্টি আকর্ষনসহ দ্রুত বিচার ও অপসারণের দাবি জানিয়েছেন দলিল লেখকরা।

You must be Logged in to post comment.

বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ      |     বীরগঞ্জে ইউএনওকে বয়কট করলেন ইউপি চেয়ারম্যানরা     |     আটোয়ারীতে দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত     |     অসম্প্রদায়িক বাংলাদেশ তথা সোনার বাংলা গড়ার প্রশ্নে যে কোন অপশক্তিকে প্রতিহত করা হবে। মুজিবনগর দিবসে এই হোক অঙ্গীকার -কাজী জাফর উল্লাহ     |     বগুড়ার শেরপুরে প্রানিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন     |     আটোয়ারী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত     |     গাংনীতে মুকুল সেবা সংঘের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত     |     গাংনীতে সামাজিক নিরাপত্তা র্কসূচীর আওতায় বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের মাঝে এককালীন সরকারি অনুদানের চেক বিতরণ     |     বোদায় প্রাণীসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত     |     ঘাটাইলে শিশু বাচ্চার লাশ উদ্ধার      |