ঢাকা, মঙ্গলবার, ১৬ই এপ্রিল ২০২৪ ইং | ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মধুপুরে অত্যাধুনিক সুবিধা সম্পন্ন যাত্রী ছাউনির ঢালাই কাজ চলছে

আঃ রশিদ তালুকদার, টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুরে অবশেষে নির্মাণ হচ্ছে যাত্রী ছাউনি। মধুপুরবাসীর বহুল প্রত্যাশিত ও জনদুর্ভোগ লাঘবে মধুপুর বাসস্ট্যান্ডে অত্যাধুনিক সুবিধা সম্পন্ন যাত্রী ছাউনির ঢালাই কাজ চলছে। মধুপুর পৌরসভার মেয়র মাসুদ পারভেজ সবসময় কাজটির তদারকি করছেন এবং নিয়মিত পরিদর্শন করছেন। মধুপুরের বাসস্ট্যান্ডের উপর দিয়ে নিত্যদিনই শত শত যাত্রী ও গাড়ি চলাচল করে থাকে৷ কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে, মধুপুরে কোনো যাত্রী ছাউনি না থাকায় (পূর্বে একটি যাত্রী ছাউনি ছিল কিন্তু তা হকাররা দখল করে নিয়েছেন) যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। এতে বিশেষ করে বর্ষাকালে, প্রচণ্ড রোদ, ঝড়-বৃষ্টি ও তুফানে যাত্রীসাধারণকে দোকানপাট, মার্কেট ও মসজিদের সামনে আশ্রয় নিয়ে ঘণ্টার পর ঘণ্টা যানবাহনের জন্য দাঁড়িয়ে থাকতে হয়। পুরুষ যাত্রীর তেমন সমস্যা না হলেও নারী যাত্রীদের দুর্ভোগের শিকার হতে হয়। যাত্রী ছাউনি না থাকায় দোকানের সামনে বেঞ্চে বসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করত হয়। অবশেষে বহুল প্রত্যাশিত মধুপুর বাসস্ট্যান্ডে যাত্রী ছাউনির ঢালাই কাজ চলছে। মধুপুরে কয়েকজন পথচারী ও যাত্রীরা জানান, “যাত্রী ছাউনি না থাকায় আমাদের অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে। কিন্তু এখন যাত্রী ছাউনির নির্মাণ কাজ শুরু হওয়ায় আমরা অনেক খুশি ও আনন্দিত। এতে করে আমাদের ভোগান্তি ও জনদুর্ভোগ লাঘব হবে।” মধুপুর বাসস্ট্যান্ডে বর্তমানে একটি যাত্রী ছাউনির নির্মাণ কাজ ও ঢালাই কাজ চলমান রয়েছে৷ এছাড়াও পশ্চিমপাশে আরও একটি যাত্রী ছাউনি তৈরি করা হবে অতি শীঘ্রই। উল্লেখ্য যে, সিএমবির সদস্যরা পূর্বের যাত্রী ছাউনিটি দীর্ঘদিন যাবত অজ্ঞাত কারণে এবং অসৎ উদ্দেশ্যে লিস দিয়েছেন এবং সেখানে বর্তমানে হকাররা ব্যবসা করতেছেন।

You must be Logged in to post comment.

আটোয়ারীতে এমপি রেজিয়া ইসলাম এঁর মতবিনিময় সভা     |     গাংনীতে মুকুল সেবা সংস্থার উদ্যোগে হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত     |     উপজেলা নির্বাচনে মেহেরপুর সদরে ৫ জন ও মুজিবনগরে ৪ জন মনোনয়ন পত্র জমা দিলেন     |     গাংনীতে ‘আশ্রয়’ নামে বৃদ্ধ সেবা ও এতিম শিশু পুণর্বাসন কেন্দ্রের শুভ উদ্বোধন অনুষ্ঠিত     |     টাঙ্গাইলে ঈদের ছুটিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ \ শিশু সহ দুই জনের সলিল সমাধি     |     মাদারীপুরের রাজৈরে ৬ জুয়াড়িসহ গ্রেফতার-৮     |     গাংনীতে মাই টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত     |     ঝিকরগাছায় বাঙালিয়ান বর্ষবরণ উৎসব উদযাপন     |     ঝিকরগাছায় প্রবাসী হাবিবের ব্যক্তিগত উদ্যোগে ঈদ বস্ত্র বিতরণ     |     ঝিকরগাছায় অসুস্থ রোগীদের সেবা দিতে হুইলচেয়ার দিলেন রিতি     |