ঢাকা, শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪ ইং | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

মাদারীপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন

জাহিদ হাসান,মাদারীপুর জেলা প্রতিনিধি: মাদারীপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের নিয়ে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে ।
বুধবার ৩০ সেপ্টেম্বর সকাল ১০টায় মাদারীপুর সিভিল সার্জনের আয়োজনে, অনুষ্ঠিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে সিভিল সার্জন ডা.মোঃ শফিকুল ইসলাম এর সভাপতিত্বে ও ডা.এস এম খলিলুজ্জামানের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন,মাদারীপুর জেলার কর্র্মরত প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। কর্মশালায় শিশুদের ভিটামিন এর অভাবে কি কি সমস্যা হয় ও শিশুদের স্বাস্থ্য সম্পর্কে প্রজেক্টারে ডিজিটাল পদ্ধতির মাধ্যমে মা ও শিশু স্বাস্থের সার্বিক তথ্য সম্পর্কে পরিসংক্ষান বিবি, রিয়াজ আহম্মেদ সকলকে অবহিত করেন।
প্রেস ব্রিফিংয়ে আগামী রবিবার (০৪ অক্টোবার) থেকে ১৭ অক্টোবার পর্যন্ত সকাল ৮টা থেকে বেলা ৪টা পর্যন্ত জেলার সকল উপজেলায় ও পৌরসভায়, ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের ১টি নীল রঙ্গের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ১টি লাল রঙ্গের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। সিভিল সার্জন ডা. মোঃ শফিকুল ইসলাম বলেন, জেলার একটি শিশুও যেন এই ক্যাপসুল খাওয়ার বাকি না থাকে তার জন্য সকলের সহযোগীতায় সার্বিক প্রচারনা চালানো হবে।

You must be Logged in to post comment.

গাংনী উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত     |     গাংনী পৌরসভার আয়োজনে শহর সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা অনুষ্ঠিত     |     মেহেরপুর প্রতিদিনের ৭ম বছরে পদার্পণে আমন্ত্রিত অতিথিরা  জেলার শিক্ষা,শিল্প, সাহিত্য, সংস্কৃতি, মুক্তিযুদ্ধ ও উন্নয়ন তুলে ধরে পত্রিকাটিকে গণমানুষের মুখপাত্র হিসেবে গড়ে তুলতে হবে।     |     আন্তর্জাতিক যোগাযোগের গেটওয়ে হবে কুড়িগ্রাম     |     কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা     |     বিরলের ৩ টি ইউপি’র ১৯জন চেয়ারম্যান পদ প্রার্থীর মনোনয়পত্র দাখিল। সংরক্ষিত ২৫ ও সাধারণ ৯৪ জন প্রার্থী।     |     গাংনীতে মাটি ভর্তি ট্রলির উপর থেকে চাকার নিচে পড়ে শিশু নিহত     |     টাঙ্গাইলে ৯৬৬ বোতল ফেনসিডিলসহ আটক ৪     |     ঢাকায় ‘শিক্ষায় ন্যায্যতাভিত্তিক বাজেট: আমাদের প্রত্যাশা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত     |     আটোয়ারীতে দেশান্তরী চাচার খেলাপী ঋণ পরিশোধ করে দৃষ্টান্ত স্থাপন করলেন বীর মুক্তিযোদ্ধ ভ্রাতুষ্পুত্র     |