ঢাকা, শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪ ইং | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

মানবাধিকার রক্ষা, সাংবাদিকতা ও পরিবেশ সংরক্ষণে বিশেষ সম্মাননা পেলেন ৯ সফল ব্যক্তি

সিংড়া (নাটোর) প্রতিনিধি.মানবিকতার রক্ষা, পরিবেশ ও সাংবাদিকতা সহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ৯জন ব্যক্তিকে সম্মাননা দেওয়া হয়েছে। শনিবার দুপুরে সিংড়া পৌর কনফারেন্স হলরুমে মানবাধিকারের নব-নির্বাচিত নির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে এই সম্মাননার আয়োজন করে বাংলাদেশ মানবাধিকার কমিশন সিংড়া উপজেলা শাখা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির প্রতিষ্ঠাতা ও মানবাধিকার সিংড়া উপজেলা শাখার সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান। বিগত দিনে করোনা, বন্যা সহ সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ এই কৃতি সম্মাননা প্রদান করা হয়।
সম্মাননা প্রাপ্তরা হলেন, করোনা ও বন্যায় অসহায় মানুষদের খাদ্য সহায়তা দেওয়ায় সিংড়া পৌরসভার মেয়র মো. জান্নাতুল ফেরদৌস, আইন শৃংখলা ও মানবাধিকার রক্ষায় সিংড়া সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. জামিল আকতার, সাংবাদিকতা ও মানবাধিকার রক্ষায় যুগান্তরের সাংবাদিক মাহফুজ আলম মুনী, প্রথম আলোর সাংবাদিক অ্যাডভোকেট মুক্তার হোসেন, মানবাধিকার রক্ষায় মো. আব্দুস সালাম, সাংবাদিকতা ও মানবাধিকার রক্ষায় দেশ রুপান্তরের সাংবাদিক আব্দুল হাকিম, সিংড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস.এম ইসাহক আহমেদ, সাংবাদিকতা ও পরিবেশ রক্ষায় চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক ও যুগান্তরের সাংবাদিক সাইফুল ইসলাম, পরিবেশ সংরক্ষণে মো. হাসান ইমাম।

পরে সিংড়া পৌর শহরের গোডাউনপাড়া মহল্লায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ বাড়ি পরিদর্শন ও ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে চাল, ডাল, তেল, আলু, পিয়াজ, লবণ, সাবান বিতরণ করেন মানবাধিকার কর্মীরা।

You must be Logged in to post comment.

গাংনী উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত     |     গাংনী পৌরসভার আয়োজনে শহর সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা অনুষ্ঠিত     |     মেহেরপুর প্রতিদিনের ৭ম বছরে পদার্পণে আমন্ত্রিত অতিথিরা  জেলার শিক্ষা,শিল্প, সাহিত্য, সংস্কৃতি, মুক্তিযুদ্ধ ও উন্নয়ন তুলে ধরে পত্রিকাটিকে গণমানুষের মুখপাত্র হিসেবে গড়ে তুলতে হবে।     |     আন্তর্জাতিক যোগাযোগের গেটওয়ে হবে কুড়িগ্রাম     |     কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা     |     বিরলের ৩ টি ইউপি’র ১৯জন চেয়ারম্যান পদ প্রার্থীর মনোনয়পত্র দাখিল। সংরক্ষিত ২৫ ও সাধারণ ৯৪ জন প্রার্থী।     |     গাংনীতে মাটি ভর্তি ট্রলির উপর থেকে চাকার নিচে পড়ে শিশু নিহত     |     টাঙ্গাইলে ৯৬৬ বোতল ফেনসিডিলসহ আটক ৪     |     ঢাকায় ‘শিক্ষায় ন্যায্যতাভিত্তিক বাজেট: আমাদের প্রত্যাশা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত     |     আটোয়ারীতে দেশান্তরী চাচার খেলাপী ঋণ পরিশোধ করে দৃষ্টান্ত স্থাপন করলেন বীর মুক্তিযোদ্ধ ভ্রাতুষ্পুত্র     |