ঢাকা, শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪ ইং | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মানুষের মৌলিক চাহিদা পুরন করছে সরকার -আইসিটি প্রতিমন্ত্রী পলক

নাটোর প্রতিনিধি: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, গ্রামকে শহরে রুপান্তর করার জন্য সরকার কাজ করে যাচ্ছে। রাস্তাঘাট, বিদ্যুত,  শিক্ষা, স্বাস্থ্য সহ মানুষের সকল মৌলিক চাহিদা পুরনে কাজ করছে জননেত্রী শেখ হাসিনা সরকার। এজন্য গ্রামের মানুষ শহরের সেবা পাচ্ছে গ্রাম থেকেই। গ্রামে ইন্টারনেট সংযোগের ব্যবস্থা ও করেছেন বর্তমান সরকার।
তিনি আরো বলেন, সুস্থধারার রাজনীতি এবং খেলাধুলার মাধ্যমে সুস্থ বিনোদনে তরুনদের মধ্য বিকাশ ঘটাতে হবে। আজকের তরুনরা আগামীতে দেশ পরিচালনা করবে।  তাদের মেধার বিকাশ ঘটাতে মাদক ছেড়ে মাঠে আসার আহবান জানান তিনি।
প্রতিমন্ত্রী মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে নাটোরের সিংড়া উপজেলার বেলোয়া উচ্চ বিদ্যালয় মাঠে আদাবাসি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন কালে উপরোক্ত বক্তব্য রাখেন।
সুকাশ ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন,
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওহিদুর রহমান শেখ, উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিন, সুকাশ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আজাহারুল ইসলাম, সহ সভাপতি ফরিদুল ইসলাম, আব্দুল জলিল,  সাধারন সম্পাদক প্রভাষক হালিম মো: হাসমত, ইউনিয়ন যুবলীগ সভাপতি আলম হোসেন, সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, আওয়ামী লীগ নেতা সুলতান আহমেদ,  আদিবাসি নেতা সরেশ উড়াও প্রমূখ।

You must be Logged in to post comment.

বিরলে এক হোটেল ব্যবসায়ীর গোলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।     |     ঝিকরগাছায় এসএসসি-৯৩ ব্যাচের বন্ধু আড্ডা ও মিলন মেলা অনুষ্ঠিত     |     গাংনীতে পুলিশের মাদক বিরোধী আভযানে ফেনসিডিল ও গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী আটক     |     প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী দায়সারা আয়োজনে খামারিদের দুর্ভোগ ৭ ঘন্টায় পশুর খাবার দেয়া হয়েছে মাত্র এক আটি ঘাস ও ১ কেজি ভূসি প্রদর্শনী শেষে আগে ৮০০ থেকে ১ হাজার টাকা দেয়া হলেও এবার দেয়া হয়েছে মাত্র ১৫০ থেকে ৩৫০ টাকা।     |     বিরল উপজেলা সিএসও এর দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত     |     বিরলে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত     |     টাঙ্গাইলে সেরা ওসি নির্বাচিত হলেন আহসান উল্লাহ্, পেলেন শ্রেষ্ঠ সম্মাননা পুরস্কার      |     বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ      |     বীরগঞ্জে ইউএনওকে বয়কট করলেন ইউপি চেয়ারম্যানরা     |     আটোয়ারীতে দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত     |