ঢাকা, শনিবার, ২০শে এপ্রিল ২০২৪ ইং | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মৃত্যুদণ্ডই হোক ধর্ষকের শাস্তি

আক্তারবানু ইতি, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শিক্ষানুরাগী ও জনপ্রতিনিধিত্বে অবস্থানরত বিশিষ্ট্য ৪ নারী দাবি করে বলেন ‘মৃত্যুদণ্ডই হোক ধর্ষকের শাস্তি’। এ বিশিষ্ট্য নারীরা হলেন- উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে সালমা, উপাধ্যক্ষ নাসরীন সুলতানা, আক্তারবানু ইতি ও হোসনেআরা বেগম।
রবিবার সন্ধ্যায় পৃথক পৃথকভাবে এ দাবি তুলে ধরেন নেতৃত্ব স্থানীয় এ ৪ নারীনেত্রী। তাঁরা বলেন, দেশব্যাপী যখন ধর্ষণের বিরুদ্ধে সোচ্ছার, ধর্ষকের শাস্তি হোক ‘মৃত্যুদণ্ড’। এ দাবিতে একাত্বতা জানিয়ে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা কৃষক লীগের মহিলা বিষয়ক সম্পাদক উম্মে সালমা বলেন, সারাদেশে নারীলিপ্সুরা ধর্ষণের মত জঘন্যতম অপকর্মে মেতে উঠেছে বেপরোয়াভাবে। তাই এ ঘৃণীত অপকর্মের প্রতি তীব্র নিন্দা জানাই। সেই সঙ্গে ধর্ষকের শাস্তির বিধান হোক ‘মৃত্যুদণ্ড’। সম্প্রতি একই দাবিতে সুন্দরগঞ্জ মহিলা ডিগ্রী মহাবিদ্যালয়ের উপাধ্যক্ষ নাসরীন সুলতানা একাধিক সংগঠনের ব্যানার মানববন্ধনে বক্তব্য রাখেন। এছাড়াও উপজেলা নির্বাহী অফিসার বরাবরে স্মারকলিপি প্রদানে সম্পৃক্ত ছিলেন। এদিকে, উপজেলা জাতীয় মহিলা পার্টিনেত্রী আক্তারবানু ইতি বলেন, নারীদের অসহায়ত্ব, সরলতা ও দুর্বলতার সুযোগে দেশব্যাপী ধর্ষণের মত জঘন্যতম ও ঘৃণীত অপকর্মে জড়িত তথা ধর্ষকদের মৃত্যুদণ্ডের বিধান রেখে এ আইন সংশোধন করা দারকার। ধর্ষকদের মৃত্যুদণ্ডই হোক সর্বনিম্ন শাস্তি। এছাড়া, এ অপরাধের দায়ে দণ্ডিতদের মৃত্যুদণ্ড কার্যকরের পূর্বে তাদের সমস্ত সম্পদ বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় কোষাগারের আওতায় আনা দরকার। আবার ধর্ষণের মত অভিযোগ মিথ্যা প্রমাণীত হলে আনীত মিথ্যা অভিযোগের প্রেক্ষিতে এ ধরণের অভিযোগকারীরও শাস্তির বিধান থাকা দরকার। যাতে অন্যকোন শত্রুতা হাছিল করতে কেউ কারো বিরুদ্ধে হয়রাণীমূলক মিথ্যা অভিযোগ আনয়ণ করার সাহস না পায়। ধর্ষণের সঙ্গে জড়িত ধর্ষক বা তার সহযোগীরও একই শাস্তির বিধান থাকা দরকার বলে মন্তব্য করে উপজেলা আওয়ামী যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক হোসনে আরা বেগম (বিউটি) বলেন, এ সংক্রান্ত অভিযোগ মিথ্যা প্রমাণিত হলে সে ব্যাপারেও ব্যবস্থা গ্রহণের বিধান থাকা দরকার।

You must be Logged in to post comment.

মাদারীপুরে ৮শ’ টাকায় বিক্রি হচ্ছে গরুর মাংস     |     ঠাকুরগাঁওয়ে নিখোঁজের ২ দিন পরে ছাত্রের মরদেহ উদ্ধার     |     গাংনীা নওপাড়ায় তামাক ঘরে আগুন। বসতঘরসহ ৪ টি তামাক ঘর পুড়ে ছাই     |     মেহেরপুরে প্রধান মন্ত্রী প্রদত্ত আর্থিক অনুদানের চেক বিতরণ     |     বিরলে এক হোটেল ব্যবসায়ীর গোলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।     |     ঝিকরগাছায় এসএসসি-৯৩ ব্যাচের বন্ধু আড্ডা ও মিলন মেলা অনুষ্ঠিত     |     গাংনীতে পুলিশের মাদক বিরোধী আভযানে ফেনসিডিল ও গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী আটক     |     প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী দায়সারা আয়োজনে খামারিদের দুর্ভোগ ৭ ঘন্টায় পশুর খাবার দেয়া হয়েছে মাত্র এক আটি ঘাস ও ১ কেজি ভূসি প্রদর্শনী শেষে আগে ৮০০ থেকে ১ হাজার টাকা দেয়া হলেও এবার দেয়া হয়েছে মাত্র ১৫০ থেকে ৩৫০ টাকা।     |     বিরল উপজেলা সিএসও এর দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত     |     বিরলে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত     |