ঢাকা, বৃহস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪ ইং | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

মেহেরপুরের গাংনীতে শিক্ষার্থীদের মাঝে সহায়ক উপকরণ

মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। উপকরণের মধ্যে রয়েছে হুইল চেয়ার, ওয়াকার, ক্রাচ, শ্রবণযন্ত্র সহ অন্যান্য উপকরণ।
আজ রবিবার সকাল ১১ টার সময় গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে এ উপকরণ বিতরণ করা হয়। উপজেলা শিক্ষা অফিস উপকরণ বিতরণের আয়োজন করে।
বিতরণ অনুষ্ঠানে উপজেলা শিক্ষা অফিসার মো,আলাউদ্দীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মেহেরপুর-২ গাংনী আসনের মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সম্মানীত সাধারণ সম্পাদক এম এ খালেক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন প্রমুখ্
উপজেলা সহকারী শিক্ষা অফিসার শাহজাহান রেজার সঞ্চালনায় এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান, বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়া মোহাম্মদ আহসান মাসুম, শাহাবউদ্দীন, পারভেজ সাজ্জাদ রাজা, গোলাম ফারুক, দানেছুর রহমান,খোরশেদ আলম প্রমুখ।
অফিস সূত্রে জানা গেছে, ২০১০-২০ অর্থবছরের ৭ টি বিদ্যালয়ের ৪জনকে হুইল চেয়ার, ২ টি ওয়াকার, ১ টি ক্রাচ ও ১ টি শ্রবণযন্ত্র বিতরণ করা হয়েছ্।েএকইসাখে প্রতিবন্ধী শিক্ষার্থীদেও পোশাক তৈরী বাবদ এমপি মহোদয়ের ব্যক্তিগতভাবে তহবিল থেকে ১ হাজার টাকা কওে প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে সহকারী শিক্ষা অফিসারবৃন্দ, শিক্ষক, সাংবাদিক ও উপকার ভোগী উপস্থিত ছিলেন।

You must be Logged in to post comment.

আটোয়ারীতে দেশান্তরী চাচার খেলাপী ঋণ পরিশোধ করে দৃষ্টান্ত স্থাপন করলেন বীর মুক্তিযোদ্ধ ভ্রাতুষ্পুত্র     |     বিরলে দূর্নীতি প্রতিরােধ কমিটির ইফতার মাহফিল।     |     ঝিকরগাছায় পৌর মেয়রের ইফতারে জাতীয় সংসদ সদস্য ডা. তুহিন     |     ঝিকরগাছায় যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন     |     পবিত্র মাহে রমজান উপলক্ষে মাদারীপুর কে.আই হাসপাতালের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প     |     একের পর এক মরছে গরু, সীমান্তে আতঙ্কে দুই গ্রামের মানুষ     |     পঞ্চগড়ে স্বাধীনতা দিবস উপলক্ষে গরীব ও দুঃস্থদের মাঝে বিজিবির ইফতার বিতরণ।     |     যথাযথ মর্যাদায় পঞ্চগড়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন       |     মেহেরপুর জেলা বিএনপির উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত     |     মেহেরপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত     |