ঢাকা, শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪ ইং | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

মেহেরপুরে কোলড্রিংস ভেবে কীটনাশক পানে শিশুর মৃত্যু

মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুর সদরের ঝাউবাড়ীয়া গ্রামে কোলড্রিংস ভেবে কীটনাশক পান করে অবুঝ শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে শিশুর মরদেহ ঢাকা থেকে গ্রামে নিয়ে আসা হলে পরিবারে ও এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরে তার লাশ দাফন করা হয়। নিহত শিশু তাহসিন (৪) ঝাউবাড়ীয়া গ্রামের শাহজামাল খানের ছেলে।
পরিবারের পক্ষ থেকে জানা গেছে, গত শুক্রবার সকালে শাহজামাল একটি কোলড্রিংস এর বোতলে নিয়ে আসে। ক্ষেতে কীটনাশক ¯েপ্র করার করার জন্য নিয়ে আসে। মাঠে যাওয়ার আগেই ঘটে যায় বিপত্তি। শিশু সন্তান তাহসিন কোলড্রিংস ভেবে পান করে। ঘটনা জানাজানি হলে তাড়াতাড়ি করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। ডাক্তার অবস্থা খারাপ দেখে কুষ্টিয়া মেডিকেল হাসপাতালে রেফার্ড করেন। একদিন পর রোগির অবস্থা আশংকাজনক হলে কুষ্টিয়া থেকে ঢাকায় রেফার্ড করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গত রবিবার বিকেলে শিশুটি মারা যায়।
এব্যাপারে মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ শাহ দারা খান জানান কোলড্রিংস ভেবে বিষপানে শিশুর মৃত্যু খবরটি নিশ্চিত করেছেন।

You must be Logged in to post comment.

গাংনীতে অগ্নিকান্ডে কৃষকের গম ক্ষেত পুড়ে ছাই।     |     লালমনিরহাটে মাদরাসার নিয়োগ বানিজ্যের অভিযোগ     |     গাংনী উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত     |     গাংনী পৌরসভার আয়োজনে শহর সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা অনুষ্ঠিত     |     মেহেরপুর প্রতিদিনের ৭ম বছরে পদার্পণে আমন্ত্রিত অতিথিরা  জেলার শিক্ষা,শিল্প, সাহিত্য, সংস্কৃতি, মুক্তিযুদ্ধ ও উন্নয়ন তুলে ধরে পত্রিকাটিকে গণমানুষের মুখপাত্র হিসেবে গড়ে তুলতে হবে।     |     আন্তর্জাতিক যোগাযোগের গেটওয়ে হবে কুড়িগ্রাম     |     কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা     |     বিরলের ৩ টি ইউপি’র ১৯জন চেয়ারম্যান পদ প্রার্থীর মনোনয়পত্র দাখিল। সংরক্ষিত ২৫ ও সাধারণ ৯৪ জন প্রার্থী।     |     গাংনীতে মাটি ভর্তি ট্রলির উপর থেকে চাকার নিচে পড়ে শিশু নিহত     |     টাঙ্গাইলে ৯৬৬ বোতল ফেনসিডিলসহ আটক ৪     |