ঢাকা, শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪ ইং | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

মেহেরপুরে লকডাউনে অসহায় কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের উদ্বোধন

মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুর জেলার গাংনী পৌর ও মুজিবনগর উপজেলার বিভিন্ন ওয়ার্ডে লকডাউনে থাকা অসহায় ,কর্মহীন ও সংখ্যালঘু মানুষের মাঝে মাননীয় প্রধান মন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণের উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার বাস্তবায়নে গাংনী পৌরসভা ও মুজিবনগর উপজেলার দারিয়াপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে এ খাদ্য বিতরণের উদ্বোধন করা হয়।

আজ সোমবার দুপুর ১২টার দিকে মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে গাংনী পৌরসভার ৮ নং ওয়ার্ডে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণের উদ্বোধন করেন।
বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলী।

এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মেহেরপুরের স্থানীয় সরকারের উপ পরিচালক (ডিডিএলজি)ও অতিরিক্ত জেলা প্রশাসক, গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমএ খালেক এবং গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম।

এছাড়াও উপস্থিত ছিলেন গাংনী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট রাশেদুল হক জুয়েল, গাংনী উপজেলা প্রকৌশলী গোলাপ আলী শেখ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিরঞ্জন চক্রবর্তী,সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী অফিসার ও ত্রাণ বিতরণ প্রকল্পের ট্যাগ অফিসার আসম মাহফুজুর রহমান কল্লোল,গাংনী পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর হাফিজুল ইসলাম প্রমুখ।
একই দিন দুপুর ১টার দিকে মুজিবনগর উপজেলার দারিয়াপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে লকডাউনে থাকা কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার।
বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দারিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌফিকুল বারী।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও ট্যাগ অফিসার বিপ্লব কুমার কুন্ডু প্রমুখ।

You must be Logged in to post comment.

স্বাস্থ্যের রংপুর বিভাগীয় পরিচালক ফজলুল হক কারাগারে      |     ঝিকরগাছায় স্বেচ্ছাসেবী সংগঠন সিআরবি’র আলোচনা সভা ও ইফতার মাহফিল     |     গাংনীতে অগ্নিকান্ডে কৃষকের গম ক্ষেত পুড়ে ছাই।     |     লালমনিরহাটে মাদরাসার নিয়োগ বানিজ্যের অভিযোগ     |     গাংনী উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত     |     গাংনী পৌরসভার আয়োজনে শহর সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা অনুষ্ঠিত     |     মেহেরপুর প্রতিদিনের ৭ম বছরে পদার্পণে আমন্ত্রিত অতিথিরা  জেলার শিক্ষা,শিল্প, সাহিত্য, সংস্কৃতি, মুক্তিযুদ্ধ ও উন্নয়ন তুলে ধরে পত্রিকাটিকে গণমানুষের মুখপাত্র হিসেবে গড়ে তুলতে হবে।     |     আন্তর্জাতিক যোগাযোগের গেটওয়ে হবে কুড়িগ্রাম     |     কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা     |     বিরলের ৩ টি ইউপি’র ১৯জন চেয়ারম্যান পদ প্রার্থীর মনোনয়পত্র দাখিল। সংরক্ষিত ২৫ ও সাধারণ ৯৪ জন প্রার্থী।     |