ঢাকা, শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪ ইং | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মেহেরপুরে লকডাউনে অসহায় কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের উদ্বোধন

মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুর জেলার গাংনী পৌর ও মুজিবনগর উপজেলার বিভিন্ন ওয়ার্ডে লকডাউনে থাকা অসহায় ,কর্মহীন ও সংখ্যালঘু মানুষের মাঝে মাননীয় প্রধান মন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণের উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার বাস্তবায়নে গাংনী পৌরসভা ও মুজিবনগর উপজেলার দারিয়াপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে এ খাদ্য বিতরণের উদ্বোধন করা হয়।

আজ সোমবার দুপুর ১২টার দিকে মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে গাংনী পৌরসভার ৮ নং ওয়ার্ডে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণের উদ্বোধন করেন।
বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলী।

এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মেহেরপুরের স্থানীয় সরকারের উপ পরিচালক (ডিডিএলজি)ও অতিরিক্ত জেলা প্রশাসক, গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমএ খালেক এবং গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম।

এছাড়াও উপস্থিত ছিলেন গাংনী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট রাশেদুল হক জুয়েল, গাংনী উপজেলা প্রকৌশলী গোলাপ আলী শেখ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিরঞ্জন চক্রবর্তী,সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী অফিসার ও ত্রাণ বিতরণ প্রকল্পের ট্যাগ অফিসার আসম মাহফুজুর রহমান কল্লোল,গাংনী পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর হাফিজুল ইসলাম প্রমুখ।
একই দিন দুপুর ১টার দিকে মুজিবনগর উপজেলার দারিয়াপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে লকডাউনে থাকা কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার।
বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দারিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌফিকুল বারী।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও ট্যাগ অফিসার বিপ্লব কুমার কুন্ডু প্রমুখ।

You must be Logged in to post comment.

বিরলে এক হোটেল ব্যবসায়ীর গোলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।     |     ঝিকরগাছায় এসএসসি-৯৩ ব্যাচের বন্ধু আড্ডা ও মিলন মেলা অনুষ্ঠিত     |     গাংনীতে পুলিশের মাদক বিরোধী আভযানে ফেনসিডিল ও গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী আটক     |     প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী দায়সারা আয়োজনে খামারিদের দুর্ভোগ ৭ ঘন্টায় পশুর খাবার দেয়া হয়েছে মাত্র এক আটি ঘাস ও ১ কেজি ভূসি প্রদর্শনী শেষে আগে ৮০০ থেকে ১ হাজার টাকা দেয়া হলেও এবার দেয়া হয়েছে মাত্র ১৫০ থেকে ৩৫০ টাকা।     |     বিরল উপজেলা সিএসও এর দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত     |     বিরলে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত     |     টাঙ্গাইলে সেরা ওসি নির্বাচিত হলেন আহসান উল্লাহ্, পেলেন শ্রেষ্ঠ সম্মাননা পুরস্কার      |     বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ      |     বীরগঞ্জে ইউএনওকে বয়কট করলেন ইউপি চেয়ারম্যানরা     |     আটোয়ারীতে দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত     |