ঢাকা, শনিবার, ২০শে এপ্রিল ২০২৪ ইং | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

যুব বিশ্বকাপ: বাংলাদেশের বিপক্ষে ভারতের সংগ্রহ ৪১ ওভারে ১৬৯/৬

শেষ খবর পর্যন্ত সংক্ষিপ্ত স্কোর: ভারত ৪৩ ওভারে ১৬৯/৬

দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমের সেনওয়েস পার্কে টস জেতেন বাংলাদেশ অধিনায়ক আকবর আলী। সেমিফাইনালের মত এই ম্যাচেও ফিল্ডিং সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

আর মাত্র ১২ রান দরকার ছিলো জয়শওয়ালের সেঞ্চুরির জন্য। দলকে চরম চাপের ভেতর থেকে বের করে আনলেও লড়াইয়ের পুঁজি এনে দেয়ার আগেই বিদায় নিতে হলো তাকে। ৮৮ রানে সাকিবের তালুবন্দী করিয়ে তাকে ফেরান শরিফুল। এরপর ক্রিজে এসে শিদ্ধেস ভীরকে দাড়াতেই দেননি শরিফুল। ০ রানে তাকে এলবিডব্লিউ’র ফাঁদে ফেলেন তিনি। টানা দুই উইকেট হারিয়ে নতুন করে চাপে পড়েছে ভারত। রাকিবুলের বোলিংয়ে রান রাউট হয়ে ফিরেছেন ধ্রুব জুরেল।

টুর্নামেন্টে ভারতের ভয়ঙ্কর দুই ওপেনার ইয়াশাসভি জ্যাসওয়াল ও দিভইয়ানস সাক্সেনা জুটিকে শুরু থকে চাপে রাখেন বাংলাদেশর দুই বোলার শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব। তবে প্রথম উইকেট অভিষেক দাসের। সাক্সেনাকে ২ রানে ফেরান এই পেসার। বাহাতি স্পিনার হাসান মুরাদের পরিবর্তে খেলছেন তিনি।

আর ভারত সেমিফাইনালের অপরিবর্তিত একাদশ নিয়ে নেমেছে। টুর্নামেন্টে বর্তমান চ্যাম্পিয়ন ভারত। আর প্রথমবার ফাইনাল খেলছে টাইগার যুবারা।

বাংলাদেশ দল: পারভেজ হোসেন, তানজিদ হাসান, মাহমুদুল হাসান, তৌহিদ হৃদয়, শাহাদাত হোসেন, শামীম হোসেন, আকবর আলী, অভিষেক দাস, রকিবুল হাসান, শরিফুল ইসলাম, তানজিম হাসান।

ভারত দল: যাশাসবি জয়সওয়াল, দিব্যানশ সাক্সেনা, তিলক ভার্মা, ধ্রুব জুরেল, প্রিয়ম গার্গ, সিদ্ধশ বীর, অর্থবা আনকোলেকার, রবি বিষ্ণুই, সুশান্ত মিশ্র, কার্তিক তিয়াগি, আকাশ সিং।

You must be Logged in to post comment.

আটোয়ারীতে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর সাধারণ সভা     |     আটোয়ারীতে বীর মুক্তিযোদ্ধা মির্জা আব্দুর রাজ্জাক এঁর লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন     |     ঝিকরগাছার পল্লীতে মেয়েকে খুঁজে না পেয়ে থানায় অভিযোগ     |     মাদারীপুরে ৮শ’ টাকায় বিক্রি হচ্ছে গরুর মাংস     |     ঠাকুরগাঁওয়ে নিখোঁজের ২ দিন পরে ছাত্রের মরদেহ উদ্ধার     |     গাংনীা নওপাড়ায় তামাক ঘরে আগুন। বসতঘরসহ ৪ টি তামাক ঘর পুড়ে ছাই     |     মেহেরপুরে প্রধান মন্ত্রী প্রদত্ত আর্থিক অনুদানের চেক বিতরণ     |     বিরলে এক হোটেল ব্যবসায়ীর গোলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।     |     ঝিকরগাছায় এসএসসি-৯৩ ব্যাচের বন্ধু আড্ডা ও মিলন মেলা অনুষ্ঠিত     |     গাংনীতে পুলিশের মাদক বিরোধী আভযানে ফেনসিডিল ও গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী আটক     |