ঢাকা, শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪ ইং | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

রুহিয়ায় চুরির চেষ্টাকালে ধরা পরলো চোর

দুলাল হক,রুহিয়া(ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানার কয়েকটি ইউনিয়নে বেশ কিছুদিন ধরে চুরির উপদ্রপ বেড়ে যাওয়ায় আইনশৃক্সখলা বাহিনীর সদস্য, ব্যবসায়ী ও এলাকাবাসী খুবই চিন্তিত ছিল।
পুলিশ সুত্রে জানা যায়, ১৮ নভেম্বর (বুধবার) ভোর রাতে রুহিয়া ঢোলারহাট বাজার হাইস্কুল জামে মসজিদ সংলগ্ন ভাই ভাই ভ্যারাইটি স্টোরে চুরি করার পর আল মামুন ভ্যারাইটি স্টোরের টিনের চালা কাটার সময় শব্দ হয়, এতে আমির হোসেনের বাবা হারুন টের পেয়ে ফোনে আল মামুনকে বিষয়টি জানায়। ঔ সময় রুহিয়া থানার পুলিশ টহলরত অবস্থায় ওই এলাকায় ছিল। টহল পুলিশ সদস্যগন ও স্থানীয় লোকজনসহ নিরিবিলি সুপার মার্কেটের পিছনে পুকুর পাড় হতে দৌড়াইয়া পালানোর সময় বাবলু ওরফে বাবু (৩১) নামে এক চোরকে ধরে ফেলে পুলিশ ও এলাকাবাসী। ধৃত চোরের বাড়ী দিনাজপুর শহরের নিউ টাউন এলাকার  মোঃ ইসমাইল ছেলে বলে জানা যায়।
ধৃত চোর বাবলু ওরফে বাবুর নিকট হতে উদ্ধারকৃত মালামালের বিবরনঃ (১) ১ কয়েল তামার তার যার মূল্য ৮,০০০/- টাকা, (২) তামার তারের রোল ১ কেজি যার মূল্য ৮০০/- টাকা, (৩) কেটু সিগারেট ৪০ প্যাকেট যার মূল্য ১৪,৭০০/- টাকা, (৪) ডারবি সিগারেট ১০০ প্যাকেট যার মূল্য ৪,০০০/- টাকা, (৫) ফ্যানের রেগুলেটর ১০টি যার মূল্য ৬০০/- টাকা, (৬) গ্যাস লাইট ১ কাটুন যার মূল্য ৫৫০/- টাকা, (৭) নগদ ৬,৫০০/- টাকা। সর্বমোট চোরাই মূল্য ৩৫,১৫০/- টাকা।
আল মামুন বাদী হয়ে রুহিয়া থানায় একটি মামলা দায়ের করেন যার নং ০৪ তারিখ ১৮/১১/২০। রুহিয়া থানার ওসি চিত্ত রঞ্জন রায় জানান, রুহিয়া থানা পুলিশ প্রতিনিয়ত টহল করছে। চুরি বেড়ে যাওয়ায় টহল আরো তৎপর হয়েছে। গতকাল রাতে পুলিশের একটি দল রুহিয়া থানার বিভিন্ন এলাকায় টহলরত অবস্থায় ছিল। খবর পাওয়ার সাথে সাথে টহলদল সেখানে তৎক্ষনাৎ যায়। আজ সকাল ৭টার সময় ঢোলারহাট নামক বাজারে চোর চুরি করে পালিয়ে যাওয়ার সময় এলাকার লোকজনসহ চোরকে ধরতে সক্ষম হয়। ধৃত চোরের নিকট বেশ কিছু তথ্য আমরা পেয়েছি এর আগে সে এই এলাকায় চুরি করেছে। আশা করি তার তথ্যের ভিত্তিতে অচিরেই বাকী সংঘবদ্ধ চক্রটিকে ধরতে সক্ষম হবো।

You must be Logged in to post comment.

গাংনীতে অগ্নিকান্ডে কৃষকের গম ক্ষেত পুড়ে ছাই।     |     লালমনিরহাটে মাদরাসার নিয়োগ বানিজ্যের অভিযোগ     |     গাংনী উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত     |     গাংনী পৌরসভার আয়োজনে শহর সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা অনুষ্ঠিত     |     মেহেরপুর প্রতিদিনের ৭ম বছরে পদার্পণে আমন্ত্রিত অতিথিরা  জেলার শিক্ষা,শিল্প, সাহিত্য, সংস্কৃতি, মুক্তিযুদ্ধ ও উন্নয়ন তুলে ধরে পত্রিকাটিকে গণমানুষের মুখপাত্র হিসেবে গড়ে তুলতে হবে।     |     আন্তর্জাতিক যোগাযোগের গেটওয়ে হবে কুড়িগ্রাম     |     কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা     |     বিরলের ৩ টি ইউপি’র ১৯জন চেয়ারম্যান পদ প্রার্থীর মনোনয়পত্র দাখিল। সংরক্ষিত ২৫ ও সাধারণ ৯৪ জন প্রার্থী।     |     গাংনীতে মাটি ভর্তি ট্রলির উপর থেকে চাকার নিচে পড়ে শিশু নিহত     |     টাঙ্গাইলে ৯৬৬ বোতল ফেনসিডিলসহ আটক ৪     |