ঢাকা, শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪ ইং | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

রূপসায় এমপি সালাম মূর্শেদী প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজে বিশ্বাস করেন কথায় নয়

রূপসা প্রতিনিধি: খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী বলেছেন জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হতো না। তিনি স্বপ্ন দেখেছিলেন একটি সুখী সমৃদ্ধ সোনার বাংলা গড়ার। যেখানে মানুষ খুধা, দারিদ্র, নির্যাতন, নীপিড়নমুক্ত হয়ে বসবাস করবে। তারই কন্যা সর্ব কালের শ্রেষ্ঠ বাঙালী রাষ্ট্র নায়ক স্বপ্ন দেখেন না। তিনি পিতার দেখা স্বপ্ন এ দেশের জনগনকে সাথে নিয়ে বাস্তবায়ন করেন। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজে বিশ্বাস করেন কথায় নয়। তিনি গতকাল ২৯ ডিসেম্বর রূপসা-তেরখাদা উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত শেখপুরা বাজার মিলনায়তনে অনুষ্ঠিত শিয়ালী শেখপুরা আধুনিক ড্রাম সেতুর উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। জেলা পরিষদ কার্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান সরফুদ্দিন বিশ^াস বাচ্চু, রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান, মো. কামাল উদ্দীন বাদশা, তেরখাদা উপজেলা পরিষদ চেয়ারম্যান শহিদুল আলম, রূপসা উপজেলা নির্বাহী অফিসার নাসরিন আক্তার, তেরখাদা উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম, তেরখাদা সহকারী কমিশনার ভূমি শাহারিয়ার হক, সহকারী পুলিশ সুপার এস এম রাজু আহম্মেদ, রূপসা থানার ওসি মোল্লা জাকির হোসেন, তেরখাদা থানার ওসি গোলাম মোস্তফা, তেরখাদা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সারাফাত হোসেন মুক্তি, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম ওয়াহিদুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা আইয়ুব, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কে এম আলমগীর হোসেন, আ: রাজ্জাক রাজা ও সারাফাত হোসেনের পরিচালনায় বক্তৃতা করেন মোতালেব হোসেন, এবিএম কামরুজ্জামান, আওয়ামীলীগ নেতা বাসিতুল হামিদ প্রিন্স, মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান, শামীম হাসান তুহিন, বাদশা মল্লিক, আকতারুজ্জামান ঝুন, মোল্লা তাহিদুল ইসলাম, রুহুল আমিন রবি, হীরাঙ্গী, কামরুল হাসান গাতিদার, শেখ মো.মহাসিন, আনিসুল হক, আলাউদ্দিন, মাকসুদুল আলম মামুন প্রমুখ। অপরদিকে সকাল সাড়ে ১০ টায় এমপি সালাম মূর্শেদী পল্লী বিদ্যুতের নব নির্মিত সেনের বাজার জোনাল অফিস কমপ্লেক্সের উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কামাল উদ্দীন বাদশা, উপজেলা নির্বাহী অফিসার নাসরিন আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার এস এম রাজু আহম্মেদ, পল্লী বিদ্যুতের নির্বাহী প্রকৌশলী আজিজুস সালাম, রূপসা থানার ওসি মোল্লা জাকির হোসেন, চেয়ারম্যান অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল, তেরখাদা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারাফাত হোসেন মুক্তি। বক্তৃতা করেন আওয়ামীলীগ নেতা অধ্যক্ষ ফ ম আ: সালাম, আইযুব মল্লিক বাবু, আরিফুর রহমান মোল্লা, জাহাঙ্গীর হোসেন মুকুল, ইমদাদুল ইসলাম, মোতালেব হোসেন, এবিএম কামরুজ্জামান, এস এম হাবীব, মনিরুজ্জামান মনি, আরিফুজ্জামান লিটন, শেখ মো: মারুফ, তাহিদুল ইসলাম মোল্লা প্রমুখ।

You must be Logged in to post comment.

গাংনী উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত     |     গাংনী পৌরসভার আয়োজনে শহর সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা অনুষ্ঠিত     |     মেহেরপুর প্রতিদিনের ৭ম বছরে পদার্পণে আমন্ত্রিত অতিথিরা  জেলার শিক্ষা,শিল্প, সাহিত্য, সংস্কৃতি, মুক্তিযুদ্ধ ও উন্নয়ন তুলে ধরে পত্রিকাটিকে গণমানুষের মুখপাত্র হিসেবে গড়ে তুলতে হবে।     |     আন্তর্জাতিক যোগাযোগের গেটওয়ে হবে কুড়িগ্রাম     |     কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা     |     বিরলের ৩ টি ইউপি’র ১৯জন চেয়ারম্যান পদ প্রার্থীর মনোনয়পত্র দাখিল। সংরক্ষিত ২৫ ও সাধারণ ৯৪ জন প্রার্থী।     |     গাংনীতে মাটি ভর্তি ট্রলির উপর থেকে চাকার নিচে পড়ে শিশু নিহত     |     টাঙ্গাইলে ৯৬৬ বোতল ফেনসিডিলসহ আটক ৪     |     ঢাকায় ‘শিক্ষায় ন্যায্যতাভিত্তিক বাজেট: আমাদের প্রত্যাশা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত     |     আটোয়ারীতে দেশান্তরী চাচার খেলাপী ঋণ পরিশোধ করে দৃষ্টান্ত স্থাপন করলেন বীর মুক্তিযোদ্ধ ভ্রাতুষ্পুত্র     |