ঢাকা, শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪ ইং | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

রূপসায় কর্তৃপরে দায়িত্বহীনতার কারণে আজও মানবেতর জীবনযাপন করছে আশ্রায়ন প্রকল্প – ১ এর অধিবাসীরা

খান আঃ জব্বার শিবলীঃ রূপসা উপজেলার গোয়ালবাড়ির চর আশ্রয়ন প্রকল্পের নির্মাণ কাজের ২৩ বছর পার হলেও উন্নয়নের ছোয়া লাগেনি ভূমিহীন ও অসহায় এই মানুষগুলির। বিশ্বের শ্রেষ্ঠ বাঙ্গালী রাষ্ট্রনায়ক প্রধান মন্ত্রী শেখ হাসিনা বন্যা, ঝড়, জলচ্ছাস, অতিবৃষ্টি, অনাবৃষ্টির কারনে ভূমিহীন অসহায় ছিন্নমূল মানুষের মানবেতর জীবনের কথা চিন্তা করে তাদের জীবন মান উন্নয়নের জন্য ১৯৯৭ সালে আশ্রয়ন প্রকল্প প্রতিষ্ঠা করেছিলেন। তিনি গোয়াল বাড়ির চর এলাকায় ৪৫ একর জমির উপর আঠারোটি ব্র্যাকে ১৮০টি পরিবারের মাথা গোজার  ঠাই করে দিয়েছিলেন। সরকারী প্ররিকল্পনার আওতায় ছিল টিনেরবেড়া টিনের চালা দ্বারা গৃহনির্মান, পাকা রাস্তা, বিদ্যুতায়ন, স্বাস্থ্যসম্মত বাথরুম, ঘাটাল বাধা পুকুর, স্কুল, মসজিদ, মন্দির, শ্মশান, কবরস্থান, গৃহপালিত পশু পালনের জন্য চরণভূমি, বনায়ন, হাটবাজার ও সুপেয় পানির ব্যবস্থা করে ছিন্নমূল মানুষের জীবনমানের উন্নয়ন ঘটানো। অপ্রিয় সত্য হলেও অত্যান্ত দুঃখের বিষয় গোয়ালবাড়ির চর আশ্রয়ন প্রকল্পের ২৩ বছর পার হলেও শুধুমাত্র টিনের বেড়া টিনেরচালা দ্বারা ১৮ টি ব্রাক, ৬ টি ঘাটাল বিহীন পুকুর ২ টি সাইকোন সেন্টার ছাড়া অন্য কোনা উন্নয়নের ছোয়া লাগেনি। কর্তৃপরে দায়িত্বহীনতার কারনে আজও তারা মানবেতর জীবনযাপন করছে। টিনের ছাউনিগুলো জরাজীর্ণ অবস্থায় রয়েছে দেখলে মনেহয় মাছ ধরা জালের ন্যায় ছিদ্র ছিদ্র। বৃষ্টির পানি পড়ে নষ্ট হচ্ছে আসবাবপত্র। কোন স্কুল না থাকায় স্কুল পড়ুয়া শিার্থীদের লেখাপড়ায় বিঘ্ন হচ্ছে। অতি সহজে ঝুকে যাচ্ছে মাদকের দিকে। গোয়ালবাড়ির চর আশ্রয় প্রকল্পে একটি সমবায় সমিতি আছে। তিন বছর পর পর বৈধ নির্বাচনের মাধ্যমে সমিতির নেতৃবৃন্দ নির্বাচিত হওয়ার কথা থাকলেও স্থানীয় রাজনৈতিক নেতাদের প্রভাবে বহিরাগতদের নির্বাচিত করে অবৈধভাবে আশ্রয়নের উপার্জিত অর্থ লুটপাট করে খাচ্ছে এক শ্রেণির অসাধু নেতৃবৃন্দ। কেউ কেউ প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে বসবাস করে আসা অনেককে তাড়িয়ে দিয়ে অর্থের বিনিময়ে নিজের মনোপুত ব্যক্তিকে ঠাই দিয়েছে আশ্রয়ন প্রকল্পে। তাদের জন্য পাকা রাস্তা নির্মাণের পরিকল্পনা থাকলেও আজও পর্যন্ত উন্নয়নের নাগাল পাইনি ছিন্নমুল অবহেলিত মানুষগুলো। তাছাড়া একটি ব্রাক গত কয়েক  বছর পুর্বে আগুনে পুড়ে ১০ টি পরিবার গৃহহীন অবস্থায় মানবেতর জীবন যাপন করছে সে খবর কেউ রাখেনা। অপরদিকে আশ্রয়নের নেতৃবৃন্দরা পুকুরের মাছ, নদীর পাড়ের মাটি, নতুন সদস্যদের নিকট থেকে অবৈধ চাঁদাসহ নানাবিধ অপরাধ কর্মকান্ড করে মালিক হয়েছে ল টাকার। তারা এখন জমি ক্রয় করে অন্য জায়গায় বসবাস করলেও  আশ্রায়নে লোভনীয় নেতৃত্বের কথা ভুলতে পারেনি।  আশ্রয়ণ প্রকল্পের প্রতিষ্ঠালগ্ন থেকে একজন বাসিন্দা, সাবেক সভাপতি, বর্তমান আহ্বায়ক মুন্সি আহম্মাদ আলী জানান সরকার আশ্রয়ণ প্রকল্প-২ এবং আশ্রয়ন প্রকল্প-৩ এর মাধ্যমে ভূমিহীন ও অসহায়দের পাকা গৃহ, পাকা বাথরুম নির্মাণ করে দিচ্ছে এতে আমরা ঈর্ষান্বিত নই কিন্তু আশ্রয়ন প্রকল্প-১ এর বসবাসকারী আমরা পরীতি ও প্রমাণিত ভূমিহীন হওয়া সত্ত্বেও আমাদের ভাগ্যের এখনও কোনো পরিবর্তন হয়নি। আমরা আশ্রয়নবাসী মানবেতর জীবন যাপন করছি। আমি গোয়ালবাড়ির চর আশ্রায়ন প্রকল্পের বাসিন্দাদের প থেকে সরকারের কাছে এই ব্রাক গুলোর দ্রুত সংস্কারের জোর দাবি জানাচ্ছি। এব্যপারে ইউপি সদস্য মোঃ শফিকুল ইসলামের নিকট জানতে চাইলে তিনি বলেন আমার জনপ্রতিনিধিত্ব করার পাঁচ বছর পূর্ণ হতে চলেছে আজ পর্যন্ত আশ্রায়নে বসবাসকারীদের জন্য আলাদা ভাবে সরকারী কোন বরাদ্দ পাইনি। ইউপি চেয়ারম্যান সাধন অধিকারী জানান  ইউপি সদস্যের বক্তব্যের সাথে আমি সম্পুর্ন একমত তবে ইউনিয়ন পরিষদের বরাদ্দ থেকে আমার অংশ বন্টনের সময় অন্যান্য এলাকার চেয়ে আশ্রায়নবাসিদের বেশী দিয়েছি। উপজেলা সমবায় কর্মকর্তা প্রশান্ত কুমার ব্যনার্জি জানান ঘটনা সত্য কিন্তু ২ বছর পুর্বে আমি আশ্রায়নে বিদ্যুৎ লাইনের ব্যবস্থা করেছি। আশ্রায়নের নেতৃবৃন্দ সহযোগীতা না করার কারণে আশ্রায়নের উন্নয়ন করা সম্ভব হচ্ছেনা। এব্যাপারে রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন আক্তার জানান, আশ্রয়ন প্রকল্পের উন্নয়নের জন্য ইতোমধ্যে একটি প্রতিবেদন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। আমরা আশাবাদী খুব দ্রুতই আশ্রয়ন বাসীর উন্নয়ন করা সম্ভব হবে এবং যারা আশ্রয়ন প্রকল্পের সম্পদ লুটপাট ও বিনষ্ট করছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

You must be Logged in to post comment.

স্বাস্থ্যের রংপুর বিভাগীয় পরিচালক ফজলুল হক কারাগারে      |     ঝিকরগাছায় স্বেচ্ছাসেবী সংগঠন সিআরবি’র আলোচনা সভা ও ইফতার মাহফিল     |     গাংনীতে অগ্নিকান্ডে কৃষকের গম ক্ষেত পুড়ে ছাই।     |     লালমনিরহাটে মাদরাসার নিয়োগ বানিজ্যের অভিযোগ     |     গাংনী উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত     |     গাংনী পৌরসভার আয়োজনে শহর সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা অনুষ্ঠিত     |     মেহেরপুর প্রতিদিনের ৭ম বছরে পদার্পণে আমন্ত্রিত অতিথিরা  জেলার শিক্ষা,শিল্প, সাহিত্য, সংস্কৃতি, মুক্তিযুদ্ধ ও উন্নয়ন তুলে ধরে পত্রিকাটিকে গণমানুষের মুখপাত্র হিসেবে গড়ে তুলতে হবে।     |     আন্তর্জাতিক যোগাযোগের গেটওয়ে হবে কুড়িগ্রাম     |     কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা     |     বিরলের ৩ টি ইউপি’র ১৯জন চেয়ারম্যান পদ প্রার্থীর মনোনয়পত্র দাখিল। সংরক্ষিত ২৫ ও সাধারণ ৯৪ জন প্রার্থী।     |