ঢাকা, শনিবার, ২০শে এপ্রিল ২০২৪ ইং | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রূপসায় প্রতিবন্ধী যুবক শিমুল হুইল চেয়ার পেয়ে নতুন করে বাচতে চায়

রূপসা প্রতিনিধি: রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের সিংহেচর গ্রামের প্রতিবন্ধী যুবক শিমুল শিকদার একটি হুইল চেয়ারের জন্য গত কয়েক বছর ধরে বিভিন্ন প্রতিষ্ঠান সহ নেতাকর্মীদের দ্বারে দ্বারে ঘুরে বেড়িয়েছে। কিন্তু স্থানীয় জন প্রতিনিধি সহ সকল প্রতিষ্ঠান তাকে হুইল চেয়ার দেওয়ার প্রতিশ্রুতি দিলেও সে শেষ পর্যন্ত পঙ্গু অবস্থায় নিজ বাড়ীতে অবস্থান করতে থাকে উক্ত প্রতিবন্ধী যুবক। বিষয়টি খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদীর সহধর্মীনী শারমিন সালামের দৃষ্টি গোচর হলে খুলনা জেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ হাওলাদারের প্রচেষ্টায় অবশেষে হুইল চেয়ার পেল প্রতিবন্ধী যুবক। শনিবার এমপি সালাম মূর্শেদীর সহায়তায় এবং প্রতিবন্ধী সাহায্য ও সেবা কেন্দ্র এর উদ্যোগে অনানুষ্ঠানিক ভাবে ছাত্রলীগ সভাপতি পারভেজ হাওলাদার প্রতিবন্ধী যুবক শিমুল শিকদারকে এ হুইল চেয়ার প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা হামীম কবীর রুবেল, যুবনেতা খান জাহিদ হাসান, স্বেচ্ছাসেবকলীগ নেতা লিটন সরকার, জ্যাকি ইসলাম সজল, ছাত্রনেতা খায়রুজ্জামান সজল, আকতারুজ্জামান লিমু, সালাউদ্দিন আহম্মেদ, মেহেদী হাসান, খান জহিরুল প্রমুখ।

You must be Logged in to post comment.

ঝিকরগাছার পল্লীতে মেয়েকে খুঁজে না পেয়ে থানায় অভিযোগ     |     মাদারীপুরে ৮শ’ টাকায় বিক্রি হচ্ছে গরুর মাংস     |     ঠাকুরগাঁওয়ে নিখোঁজের ২ দিন পরে ছাত্রের মরদেহ উদ্ধার     |     গাংনীা নওপাড়ায় তামাক ঘরে আগুন। বসতঘরসহ ৪ টি তামাক ঘর পুড়ে ছাই     |     মেহেরপুরে প্রধান মন্ত্রী প্রদত্ত আর্থিক অনুদানের চেক বিতরণ     |     বিরলে এক হোটেল ব্যবসায়ীর গোলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।     |     ঝিকরগাছায় এসএসসি-৯৩ ব্যাচের বন্ধু আড্ডা ও মিলন মেলা অনুষ্ঠিত     |     গাংনীতে পুলিশের মাদক বিরোধী আভযানে ফেনসিডিল ও গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী আটক     |     প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী দায়সারা আয়োজনে খামারিদের দুর্ভোগ ৭ ঘন্টায় পশুর খাবার দেয়া হয়েছে মাত্র এক আটি ঘাস ও ১ কেজি ভূসি প্রদর্শনী শেষে আগে ৮০০ থেকে ১ হাজার টাকা দেয়া হলেও এবার দেয়া হয়েছে মাত্র ১৫০ থেকে ৩৫০ টাকা।     |     বিরল উপজেলা সিএসও এর দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত     |