ঢাকা, শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪ ইং | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

রূপসায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা প্রার্থীদের মনোনয়ন পত্র জমা

রূপসা প্রতিনিধি: ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে রূপসা উপজেলার ৪ টি ইউনিয়নে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী, সংরক্ষিত মহিলা আসনের প্রার্থী এবং সাধারণ সদস্য পদে রিটার্নিং অফিসারগণের নিকট মনোনয়ন পত্র জমা প্রদান করেছেন। এ উপলক্ষ্যে সকাল থেকেই বিকাল ৫ টা পর্যন্ত উপজেলা পরিষদ ছিল লোকে লোকারণ্য। নির্বাচন অফিস সূত্রে জানাগেছে রিটার্নিং অফিসার, উপজেলা নির্বাচন অফিসার মোল্লা নাসির আহম্মেদ এর নিকট নৈহাটি এবং টিএসবি ইউনিয়নের প্রার্থীরা মনোনয়ন পত্র জমা প্রদান করেছেন। তাছাড়া রিটার্ণিং অফিসার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বাপি কুমার দাসের নিকট মনোনয়ন পত্র জমা প্রদান করেছে আইচগাতী এবং শ্রীফলতলা ইউনিয়নের প্রার্থীরা। আওয়ামীলীগের নৌকা প্রতীক নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন আইচগাতী ইউপি চেয়ারম্যান অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল, শ্রীফলতলা ইউপি চেয়ারম্যান আলহাজ¦ ইসহাক সরদার, টিএসবি ইউপি চেয়ারম্যান মো: জাহাঙ্গীর শেখ এবং নৈহাটি ইউপি চেয়ারম্যান কামাল হোসেন বুলবুল। তাছাড়া আইচগাতীতে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন জেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক শেখ মো: মারুফ, শফিকুল ইসলাম এবং গাজী মো: জাহিদুল। শ্রীফলতলা ইউনিয়নে মনোনয়নপত্র জমা দিয়েছেন তাহিদুল ইসলাম, আওয়ামীলীগ নেতা দেলোয়ার হোসেন দিলু, আ: জব্বার এবং মোজাহিদুর রহমান। নৈহাটি ইউনিয়নে সাবেক চেয়ারম্যান মোল্লা সাইফুর রহমান, বিএনপি নেতা মহিউদ্দিন মিন্টু, জাহিদুল ইসলাম, আমিরুল ইসলাম এবং টিএসবিতে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবেক চেয়ারম্যান খান শাহজাহান কবীর প্যারিস, শফিকুল ইসলাম, ইউসুফ আলী, মো: সোহরাব। অপরদিকে আইচগাতী ইউনিয়নে সংরক্ষিত আসনে ৯ জন, সাধারণ সদস্য পদে ৪২ জন, শ্রীফলতলায় সংরক্ষিত আসনে ১৩ জন, সাধারণ সদস্য পদে ৪৩ জন, নৈহাটিতে সংরক্ষিত আসনে ১৫ জন, সাধারণ সদস্য পদে ৪৬ জন এবং টিএসবিতে সংরক্ষিত আসনে ১১ জন, সাধারণ সদস্য পদে ৪৩ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। আওয়ামীলীগ প্রার্থীরা নৌকা প্রতীক নিয়ে যখন মনোনয়নপত্র জমা প্রদান করেছেন তখন বাইরের পরিবেশ ছিল খুবই উৎসব মুখর এবং আনন্দঘন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: কামাল উদ্দীন বাদশা, জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক মোজাফফর মোল্লা, জেলা আওয়ামীলীগের সদস্য অধ্যক্ষ ফ. ম. আ: সালাম, মি. বাংলাদেশ আজাদ আবুল কালাম, আ: মজিদ ফকির, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মানিকুজ্জামান অশোক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরদার আবুল কাসেম ডাবলু, সহ সভাপতি আইয়ুব মল্লিক বাবু, আরিফুর রহমান মোল্লা, মোরশেদুল আলম বাবু, যুগ্ম সা: সম্পাদক ইমদাদুল ইসলাম, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবিএম কামরুজ্জামান, এমপি কো অর্ডিনেটর নোমান ওসমান রিচি, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস এম হাবীব, আওয়ামীলীগ নেতা আকতার ফারুক, রবিউল ইসলাম বিশ^াস, মোস্তাফিজুর রহমান মোস্তাক, সরদার মিজানুর রহমান, আরিফুজ্জামান লিটন, বিনয় কৃষ্ণ হালদার, শাহ নিয়াজ মাগদুম প্রমুখ।

You must be Logged in to post comment.

গাংনী উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত     |     গাংনী পৌরসভার আয়োজনে শহর সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা অনুষ্ঠিত     |     মেহেরপুর প্রতিদিনের ৭ম বছরে পদার্পণে আমন্ত্রিত অতিথিরা  জেলার শিক্ষা,শিল্প, সাহিত্য, সংস্কৃতি, মুক্তিযুদ্ধ ও উন্নয়ন তুলে ধরে পত্রিকাটিকে গণমানুষের মুখপাত্র হিসেবে গড়ে তুলতে হবে।     |     আন্তর্জাতিক যোগাযোগের গেটওয়ে হবে কুড়িগ্রাম     |     কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা     |     বিরলের ৩ টি ইউপি’র ১৯জন চেয়ারম্যান পদ প্রার্থীর মনোনয়পত্র দাখিল। সংরক্ষিত ২৫ ও সাধারণ ৯৪ জন প্রার্থী।     |     গাংনীতে মাটি ভর্তি ট্রলির উপর থেকে চাকার নিচে পড়ে শিশু নিহত     |     টাঙ্গাইলে ৯৬৬ বোতল ফেনসিডিলসহ আটক ৪     |     ঢাকায় ‘শিক্ষায় ন্যায্যতাভিত্তিক বাজেট: আমাদের প্রত্যাশা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত     |     আটোয়ারীতে দেশান্তরী চাচার খেলাপী ঋণ পরিশোধ করে দৃষ্টান্ত স্থাপন করলেন বীর মুক্তিযোদ্ধ ভ্রাতুষ্পুত্র     |