ঢাকা, বৃহস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪ ইং | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

রেলের ভাড়া বাড়ছে না: রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন

রেলের ভাড়া বাড়ানোর কোন সিদ্ধান্ত নেয়া হয়নি। তবে ভবিষ্যতে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে ভাড়া বাড়ানোর বিষয়টি বিবেচনা করা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

সোমবার (৩১ আগস্ট) সকালে রেলভবনে চীনা প্রতিষ্ঠানের সাথে লাগেজ ভ্যান আমদানি চুক্তি অনুষ্ঠানে একথা জানান মন্ত্রী।

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন, কৃষকের পণ্য সারাদেশে পৌঁছে দিতে লাগেজ ভ্যান ক্রয় করছে রেলওয়ে। লাগেজ ভ্যানের মাধ্যমে কম খরচে গ্রাম থেকে ঢাকায় পণ্য নিয়ে আসতে পারবে কৃষক। ফলে কৃষকরা লাভবান হবে। পাশাপাশি রাজধানীবাসীও ফ্রেশ পণ্য পাবে। নির্ধারিত সময়ের মধ্যে লাগেজ ভ্যান এসে পৌঁছাবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।

রেলমন্ত্রী নরুল ইসলাম সুজন বলেন, আমরা যে সার্ভিস দিচ্ছি, সেটা আরও বৃদ্ধি করতে পারবো। সেই পরিকলন্পনা নিয়ে একজনকে দায়িত্ব দেয়া হয়েছে। সেই দায়িত্বে পেপার গত মিটিংয়ে দেয়া হয়েছে; ভাড়ার বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।

তেলের দাম, পরিচালন ও রক্ষণাবেক্ষণ ব্যয় বৃদ্ধির কারণ দেখিয়ে ভাড়া বাড়ানোর যে প্রস্তাব করা হয়েছে যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, তা কার্যকর হলে রেল থেকে মুখ ফিরিয়ে নেবে সাধারণ মানুষ।

রেলওয়ের মহাপরিচালক মো. শামসুজ্জামান বলেন, মন্ত্রণালয় এবং রেলওয়ে মিলে কমিটি হালনাগাদ করছে। অনেকগুলো অবজারভেশন আছে, সে সব অভজারভেশন দিয়ে আবার তারা বসবে।

You must be Logged in to post comment.

ঢাকায় ‘শিক্ষায় ন্যায্যতাভিত্তিক বাজেট: আমাদের প্রত্যাশা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত     |     আটোয়ারীতে দেশান্তরী চাচার খেলাপী ঋণ পরিশোধ করে দৃষ্টান্ত স্থাপন করলেন বীর মুক্তিযোদ্ধ ভ্রাতুষ্পুত্র     |     বিরলে দূর্নীতি প্রতিরােধ কমিটির ইফতার মাহফিল।     |     ঝিকরগাছায় পৌর মেয়রের ইফতারে জাতীয় সংসদ সদস্য ডা. তুহিন     |     ঝিকরগাছায় যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন     |     পবিত্র মাহে রমজান উপলক্ষে মাদারীপুর কে.আই হাসপাতালের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প     |     একের পর এক মরছে গরু, সীমান্তে আতঙ্কে দুই গ্রামের মানুষ     |     পঞ্চগড়ে স্বাধীনতা দিবস উপলক্ষে গরীব ও দুঃস্থদের মাঝে বিজিবির ইফতার বিতরণ।     |     যথাযথ মর্যাদায় পঞ্চগড়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন       |     মেহেরপুর জেলা বিএনপির উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত     |