ঢাকা, বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল ২০২৪ ইং | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শত্রুতার জের: ঝিকরগাছায় টিউবওয়েলের পানিপাণ করে মহিলাসহ চার শ্রমিক অসুস্থ

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি ॥ ঝিকরগাছায় টিউবওয়েলের পানিপাণ করে মহিলাসহ চার শ্রমিক অসুস্থ হয়ে পড়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে ঝিকরগাছা উপজেলার গদখালী ইউনিয়নের বেনেয়ালী গ্রামে। পূর্বশত্রুতার জের ধরে এই নাশকতার ঘটনাটি ঘটেছে বলে ভুক্তভোগীদের ধারণা। অসুস্থ শ্রমিকরা হলেন, ইটভাটা শ্রমিক রাশিদা বেগম (৩০), সাবানা (২৫), সাজেদা (৩০) ও ফজলুর রহমান (৩৫) এদের সকলের বাড়ি বেনেয়ালী বাজার গ্রামে। এদের মধ্যে রাশিদা বেগম যশোর মেডিকেল কলেজ হাসপাতাল ও অন্যরা বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছে। এরা সবাই বাড়ির পার্শ্ববর্তী শাপলা ব্রিক্সে শ্রমিকের কাজ করেন। অভিযোগে প্রকাশ একই গ্রামের জনৈক আবুল কাশেমের সরকারি বরাদ্দের ওই টিউবওয়েলের পানিতে কে বা কারা বিষ জাতীয় পদার্থ মিশিয়ে দেয়। ফলে এই চার শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। আবুল কাশেমের দাবি সকরারি বরাদ্দের এই টিউবওয়েলটি পাওয়ার পর থেকে প্রতিবেশীদের কেউ কেউ আমার উপর নাখোশ ছিলো। এর জের ধরে প্রতিহিংসার বশে কেউ এমন জঘন্য কাজ করতে পারে। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী অন্তরা সরকার বলেন, উক্ত বিষয়ে আমার কাছে কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলেই আমি এলাকার মানুষের জন্য সাথে সাথে প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।

You must be Logged in to post comment.

প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী দায়সারা আয়োজনে খামারিদের দুর্ভোগ ৭ ঘন্টায় পশুর খাবার দেয়া হয়েছে মাত্র এক আটি ঘাস ও ১ কেজি ভূসি প্রদর্শনী শেষে আগে ৮০০ থেকে ১ হাজার টাকা দেয়া হলেও এবার দেয়া হয়েছে মাত্র ১৫০ থেকে ৩৫০ টাকা।     |     বিরল উপজেলা সিএসও এর দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত     |     বিরলে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত     |     টাঙ্গাইলে সেরা ওসি নির্বাচিত হলেন আহসান উল্লাহ্, পেলেন শ্রেষ্ঠ সম্মাননা পুরস্কার      |     বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ      |     বীরগঞ্জে ইউএনওকে বয়কট করলেন ইউপি চেয়ারম্যানরা     |     আটোয়ারীতে দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত     |     অসম্প্রদায়িক বাংলাদেশ তথা সোনার বাংলা গড়ার প্রশ্নে যে কোন অপশক্তিকে প্রতিহত করা হবে। মুজিবনগর দিবসে এই হোক অঙ্গীকার -কাজী জাফর উল্লাহ     |     বগুড়ার শেরপুরে প্রানিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন     |     আটোয়ারী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত     |