ঢাকা, শনিবার, ২০শে এপ্রিল ২০২৪ ইং | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শহীদ মিনার কী জানে না শিশুরা!

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,ঠাকুরগাঁও  জেলার সদর উপজেলা কচুবাড়ি উপরপরী হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী তানিয়া আকতার। তার কাছে শহীদ মিনার মানে জাতীয় পতাকা। প্রতিদিন অ্যাসেম্বলিতে জাতীয় পতাকায় সম্মান জানানোটাই তার কাছে শহীদদের শ্রদ্ধা জানানো। তানিয়ার মতো জেলার বেশির ভাগ স্কুলের শিক্ষার্থীর কাছে শহীদ মিনারের ধারণা এমনই। কারণ ঠাকুরগাঁও জেলার বেশির ভাগ শিক্ষাপ্রতিষ্ঠানে নেই শহীদ মিনার। ফলে শিক্ষার্থীদের কাছে স্পষ্ট নয় শহীদ মিনার বা ভাষা দিবসের তাৎপর্য। ২১  ফেব্রুয়ারি এলে ঠাকুরগাঁও জেলা প্রশাসনের পক্ষ থেকে চলে ব্যাপক প্রস্তুতি। দিবসটি চলে গেলে আর খোঁজ থাকে না কারও। কচুবাড়ি উপরপরী হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুক্তা সেন বলেন, ‘স্কুলে স্থায়ী শহীদ মিনার না থাকায় অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। স্কুলে যদি শহীদ মিনার থাকতো তাহলে এ সম্পর্কে শিক্ষার্থীদের আগ্রহ বাড়তো। এ উদ্যোগ সরকারকেই নিতে হবে।’
অভিভাবকরা বলছেন, শিশুরা জানে না শহীদ দিবসের মর্মবাণী। প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণে সরকারের বরাদ্দ নেই। তাই ঠাকুরগাঁও জেলার অধিকাংশ স্কুলে নেই শহীদ মিনার। ফলে ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস জানতে শিশুদের আগ্রহ কম। রানীংশকৈল কাদিহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজুল ইসলাম বলেন, ‘সরকারিভাবে কোনো বরাদ্দ না থাকায় শহীদ মিনার নির্মাণ করা স্কুল পরিচালনা কমিটির জন্য সম্ভব হয়ে ওঠেনি। ভাষা আন্দোলনের ইতিহাস শিশুদের জানাতে শহীদ মিনারের বিকল্প নেই। আমার বিদ্যালয়ে অস্থায়ীভাবে শহীদ মিনার তৈরি করে দিবসটি পালন করি।’ ঠাকুরগাঁও  জেলার সদর উপজেলা মটরা হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহা আলম বলেন, ‘শিশুরা জানে না ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধের ইতিহাস। এসব দিবস এলে তা পালন করা হয়, এরপর সারাবছর আর খোঁজ থাকে না। ভাষা সংগ্রামের সঠিক ইতিহাস জানতে প্রতিটি বিদ্যালয়ে শহীদ মিনার স্থাপন জরুরি।’ ঠাকুরগাঁও জেলা প্রাথমিক শিক্ষা সূত্রে জানা গেছে, জেলা বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার রয়েছে। তবে সেগুলো বিদ্যালয় পরিচালনা কমিটি ও স্থানীয়দের উদ্যোগে স্থাপিত। আবার কোথাও কোথাও নির্মাণধীন রয়েছে। সরকারিভাবে বরাদ্দ না থাকায় ধীর গতিতে চলছে এসবের কার্যক্রম। ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার নারগুন কহরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি জয়নাল আবেদীন বলেন, সরকারি সহযোগিতা না থাকায় স্থানীয় উদ্যোগে শহীদ মিনার নির্মাণের কাজ শুরু হয়েছে। ঠাকুরগাঁও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হারুন অর রশিদ বলেন, ‘প্রত্যেক বিদ্যালয়ে জাতীয় দিবস পালন করা হয়। সব বিদ্যালয়ে শহীদ মিনার স্থাপনের নির্দেশনা রয়েছে। অনেক বিদ্যালয়ে তৈরিও হয়েছে, বাকিগুলোয় চলতি বছরেই নির্মাণ হবে।’

You must be Logged in to post comment.

গাংনীা নওপাড়ায় তামাক ঘরে আগুন। বসতঘরসহ ৪ টি তামাক ঘর পুড়ে ছাই     |     মেহেরপুরে প্রধান মন্ত্রী প্রদত্ত আর্থিক অনুদানের চেক বিতরণ     |     বিরলে এক হোটেল ব্যবসায়ীর গোলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।     |     ঝিকরগাছায় এসএসসি-৯৩ ব্যাচের বন্ধু আড্ডা ও মিলন মেলা অনুষ্ঠিত     |     গাংনীতে পুলিশের মাদক বিরোধী আভযানে ফেনসিডিল ও গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী আটক     |     প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী দায়সারা আয়োজনে খামারিদের দুর্ভোগ ৭ ঘন্টায় পশুর খাবার দেয়া হয়েছে মাত্র এক আটি ঘাস ও ১ কেজি ভূসি প্রদর্শনী শেষে আগে ৮০০ থেকে ১ হাজার টাকা দেয়া হলেও এবার দেয়া হয়েছে মাত্র ১৫০ থেকে ৩৫০ টাকা।     |     বিরল উপজেলা সিএসও এর দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত     |     বিরলে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত     |     টাঙ্গাইলে সেরা ওসি নির্বাচিত হলেন আহসান উল্লাহ্, পেলেন শ্রেষ্ঠ সম্মাননা পুরস্কার      |     বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ      |