ঢাকা, শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪ ইং | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শেষ বলে কুমিল্লা ওয়ারিয়ার্সের জয়

রাজধানীতে শীতের প্রকোপ আজ কিছুটা কম। দুপুরে বেশ ভালোই রোদ দেখা গেল ঢাকার আকাশে। ওদিকে বিপিএলেও উঞ্চতা ছড়ালেন রুবেল হোসেন, ডেভিড মালানরা। আজ বঙ্গবন্ধু বিপিএলের ২১ নম্বর ম্যাচটা ছিল রোমাঞ্চে ভরপুর। রোমাঞ্চ শেষে শেষ হাসি হেসেছে কুমিল্লা ওয়ারিয়ার্স। শেষ বলে গিয়ে তিন উইকেটের জয় নিশ্চিত করেছে দলটি।

ম্যাচের শেষ দিকটা ছিল বেশ রোমাঞ্চকর। ১৫৯ রানের জবাব দিতে নেমে ১৬ ওভার শেষে কুমিল্লার স্কোর ছিল ১৩৪/৩। অর্থাৎ ২৪ বলে প্রয়োজন ছিলো ২৬ রান। ঠিক এমন সময় চট্টগ্রামের দুই বোলার রুবেল হোসেন ও রায়ান বার্ল দুই ওভারে ম্যাচের গতিপথই পরিবর্তন করে দেন।

ইনিংসের ১৭ ও ১৮ ওভারে মিলিয়ে মাত্র দুই রান তুলতে পেরেছে কুমিল্লা। বিপরীতে উইকেট হারায় তিনটি। হঠাৎ বিপদে পড়া কুমিল্লার শেষ ওভারে দরকার ছিল ১৬ রান। তখনও উইকেটে ছিলেন ডেভিড মালান। তবে মালান নয়, কুমিল্লাকে শেষ পর্যন্ত জেতালেন আবু হায়দার রনি।

তরুণ পেসার শেষ ওভারের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বল থেকে ১১ রান তুলে নিয়ে হিসেব সহজ করে দেন। পরে শেষ বলে চার মেরে কুমিল্লাকে জেতান মুজিব-উর রহমান।

শেষ মুহূর্তে আউট হওয়া ডেভিড মালান ৫১ বলে ৫ চার ৪ ছয়ে ৭৪ রান করেন। চট্টগ্রামের হয়ে ৪ ওভারে ১৬ রানে দুই উইকেট নিয়েছেন রুবেল হোসেন।

প্রথম ইনিংস:

এর আগে প্রথমে ব্যাটিং করে ১৫৯ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে চট্টগ্রাম।

সিমন্স ৩৪ বলে ৫ চার ২ ছয়ে ৫৪ রান করেন। জুনায়েদ সিদ্দিকি ৩৭ বলে ৬ চারে ৪৫ রান করেন। ছয়ে নেমে জিয়াউর রহমান ২১ বলে ৩৪ রানে অপরাজিত থাকেন। কুমিল্লার হয়ে সৌম্য সরকার ৪ ওভারে ২০ রান খরচায় দুটি উইকেট তুলে নেন।

দু’দলের পরবর্তী ম্যাচ:

কুমিল্লা ওয়ারিয়ার্স বনাম সিলেট থান্ডার্স। ২ জানুয়ারি, সন্ধ্যা ৬টায়।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম খুলনা টাইগার্স। ৪ জানুয়ারি, দুপুর ১টায়।

বিপিএলের পরবর্তী ম্যাচ:

রাজশাহী রয়্যালস বনাম রংপুর রেঞ্জার্স। ২ জানুয়ারি, দুপুর ১টায়।

সিলেট থান্ডার্স বনাম কুমিল্লা ওয়ারিয়র্স। ২ জানুয়ারি, সন্ধ্যা ৬টায়।

You must be Logged in to post comment.

প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী দায়সারা আয়োজনে খামারিদের দুর্ভোগ ৭ ঘন্টায় পশুর খাবার দেয়া হয়েছে মাত্র এক আটি ঘাস ও ১ কেজি ভূসি প্রদর্শনী শেষে আগে ৮০০ থেকে ১ হাজার টাকা দেয়া হলেও এবার দেয়া হয়েছে মাত্র ১৫০ থেকে ৩৫০ টাকা।     |     বিরল উপজেলা সিএসও এর দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত     |     বিরলে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত     |     টাঙ্গাইলে সেরা ওসি নির্বাচিত হলেন আহসান উল্লাহ্, পেলেন শ্রেষ্ঠ সম্মাননা পুরস্কার      |     বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ      |     বীরগঞ্জে ইউএনওকে বয়কট করলেন ইউপি চেয়ারম্যানরা     |     আটোয়ারীতে দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত     |     অসম্প্রদায়িক বাংলাদেশ তথা সোনার বাংলা গড়ার প্রশ্নে যে কোন অপশক্তিকে প্রতিহত করা হবে। মুজিবনগর দিবসে এই হোক অঙ্গীকার -কাজী জাফর উল্লাহ     |     বগুড়ার শেরপুরে প্রানিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন     |     আটোয়ারী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত     |