ঢাকা, শনিবার, ২০শে এপ্রিল ২০২৪ ইং | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সকল দুর্যোগে সরকার জনগণের পাশে রয়েছে -আইসিটি প্রতিমন্ত্রী পলক সিংড়ায় অসুস্থ্যদের মাঝে প্রতিমন্ত্রী পলকের চেক বিতরণ

সিংড়া (নাটোর) প্রতিনিধি:তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, দীর্ঘ ৩৭ বছর সিংড়ার মানুষ ছিল অবহেলিত ও উন্নয়ন বঞ্চিত। মানুষকে আর এমপি, মন্ত্রী বা কোন জনপ্রতিনিধির পিছনে পিছনে ঘুরতে হয় না। মাত্র ১২ বছরেই উন্নয়ন বঞ্চিত সিংড়া একটি রোল মডেলে পরিণত হয়েছে। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা শ্রমজীবি মানুষের দুঃখ-দুর্দশা বুঝেন। করোনায় কর্মহীনদের ঘরে ঘরে মানবিক সহায়তা পৌছে দেয়া হচ্ছে। গৃহহীনদের গৃহ নির্মাণ করে দেয়া হচ্ছে। সকল দুর্যোগে আওয়ামীলীগ সরকার জনগণের পাশে রয়েছেন। সোমবার দুপুরে উপজেলা প্রশাসন আয়োজিত স্থানীয় হলরুমে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইড ও জন্মগত হ্নদরোগী ও থ্যালাসেমিয়া ২৮জন রোগীদের মাঝে ১৪ লাখ টাকার চেক বিতরণ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
পরে সিংড়া ফিট এন্ড ফাইন ইউথ ফ্রেন্ডস এন্ডস ফ্যামিলি ও সিংড়া ডায়াবেটিক সমিটির সম্প্রসারিত ভবন ও ২৮ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলীর কার্যালয়ের নব-নির্মিত ভবনের শুভ উদ্বোধন করেন প্রতিমন্ত্রী।
ইউএনও এম.এম সামিরুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুল হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা হক রোজী, ওসি নুর-এ-আলম সিদ্দিকী, ডায়াবেটিক সমিটির সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আতিকুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশলী হাসানুজ্জামান, ডাহিয়া ইউপি চেয়ারম্যান এম.এম আবুল কালাম, যুবলীগের সভাপতি শরিফুল ইসলাম প্রমূখ।

You must be Logged in to post comment.

আটোয়ারীতে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর সাধারণ সভা     |     আটোয়ারীতে বীর মুক্তিযোদ্ধা মির্জা আব্দুর রাজ্জাক এঁর লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন     |     ঝিকরগাছার পল্লীতে মেয়েকে খুঁজে না পেয়ে থানায় অভিযোগ     |     মাদারীপুরে ৮শ’ টাকায় বিক্রি হচ্ছে গরুর মাংস     |     ঠাকুরগাঁওয়ে নিখোঁজের ২ দিন পরে ছাত্রের মরদেহ উদ্ধার     |     গাংনীা নওপাড়ায় তামাক ঘরে আগুন। বসতঘরসহ ৪ টি তামাক ঘর পুড়ে ছাই     |     মেহেরপুরে প্রধান মন্ত্রী প্রদত্ত আর্থিক অনুদানের চেক বিতরণ     |     বিরলে এক হোটেল ব্যবসায়ীর গোলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।     |     ঝিকরগাছায় এসএসসি-৯৩ ব্যাচের বন্ধু আড্ডা ও মিলন মেলা অনুষ্ঠিত     |     গাংনীতে পুলিশের মাদক বিরোধী আভযানে ফেনসিডিল ও গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী আটক     |