ঢাকা, বৃহস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪ ইং | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

সখীপুরে প্রেমিকের প্রতারণায় এতিম যুবতী গর্ভবতী ॥ প্রেমিক গ্রেপ্তার

আঃ রশিদ তালুকদার, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুর উপজেলার সানবান্ধা গ্রামের মুসলিম পরিবারের এক এতিম যুবতী (১৯) সনাতন ধর্মের প্রেমিক অসীম ধোপার প্রতারণার শিকার হয়ে ৭ মাসের গর্ভবতী হয়েছেন। এ ঘটনায় মামলা দায়ের করার পর টাঙ্গাইল মডেল থানা পুলিশ প্রেমিক অসীম ধোপাকে গ্রেপ্তার করে জেল-হাজতে পাঠিয়েছে। গ্রেপ্তারকৃত অসীম ধোপা (৩৭) করটিয়া হাটখোলা এলাকার স্বর্গীয় অতুল ধোপার ছেলে।
মামলা সূত্রে জানা যায়, শিশুকালে মা-বাবা মারা যাওয়ার পর ওই নারী টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া কলেজপাড়ায় জনৈক লাল মিয়ার বাড়িতে তার প্রতিবেশি বড় বোনের ভাড়া বাসায় থাকতো। ওই বাড়িতে থাকার সুবাদে অসীম ধোপার সাথে তার পরিচয় হয়। অসীম ধোপা একাধিকবার ওই এতিম নারীকে প্রেমের প্রস্তাব দেয়। কিন্তু ওই নারী ধর্মের কারণে তার প্রেমের প্রস্তাব ফিরিয়ে দেন। এক পর্যায়ে অসীম ধোপা নানা কৌশলে ওই নারীকে প্রেমের ফাঁদে ফেলে। পরে এতিম ও অসহায়ত্বের সুযোগ নিয়ে ধর্মান্তরিত হয়ে বিয়ে করার প্রলোভন দেখিয়ে ওই যুবতীকে ফুসলিয়ে একাধিবার ধর্ষণ করে। সর্বশেষ গত বছরের ২৪ সেপ্টেম্বর করটিয়া হাটে অসীম ধোপার কাপড়ের গোডাউনের ভেতর পুনরায় বিয়ের প্রলোভনে ধর্ষণ করে। এতে ওই যুবতী গর্ভবতী হয়ে পড়ে। গর্ভবতী হওয়ায় বিয়ের জন্য চাপ দিলে অসীম ধোপা ওই নারীকে বিয়ে করবেনা এবং কোন ভাবেই ধর্মান্তরিত হবে না বলে সাফ জানিয়ে দেয়। এ সময় ওই নারী জানতে পারেন অসীম ধোপা বিবাহিত এবং সন্তানের জনক। বিয়ের জন্য চাপ দেওয়ায় ওই যুবতীকে গর্ভের সাত মাসের সন্তান নষ্ট করতে বলে। এতে রাজি না হওয়ায় তাকে মেরে ফেলার হুমকি দেয়। বাধ্য হয়ে এতিম যুবতী টাঙ্গাইল মডেল থানায় গিয়ে মামলা দায়ের করেন।
টাঙ্গাইল মডেল থানার উপ-পরিদর্শক(এসআই) প্রতিমা রাণী তরফদার জানান, এ ঘটনায় অভিযুক্ত অসীম ধোপাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে। এতিম মেয়েটি যাতে ন্যায় বিচার পান সে বিষয়ে সর্বাত্মক চেষ্টা থাকবে।

You must be Logged in to post comment.

আন্তর্জাতিক যোগাযোগের গেটওয়ে হবে কুড়িগ্রাম     |     কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা     |     বিরলের ৩ টি ইউপি’র ১৯জন চেয়ারম্যান পদ প্রার্থীর মনোনয়পত্র দাখিল। সংরক্ষিত ২৫ ও সাধারণ ৯৪ জন প্রার্থী।     |     গাংনীতে মাটি ভর্তি ট্রলির উপর থেকে চাকার নিচে পড়ে শিশু নিহত     |     টাঙ্গাইলে ৯৬৬ বোতল ফেনসিডিলসহ আটক ৪     |     ঢাকায় ‘শিক্ষায় ন্যায্যতাভিত্তিক বাজেট: আমাদের প্রত্যাশা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত     |     আটোয়ারীতে দেশান্তরী চাচার খেলাপী ঋণ পরিশোধ করে দৃষ্টান্ত স্থাপন করলেন বীর মুক্তিযোদ্ধ ভ্রাতুষ্পুত্র     |     বিরলে দূর্নীতি প্রতিরােধ কমিটির ইফতার মাহফিল।     |     ঝিকরগাছায় পৌর মেয়রের ইফতারে জাতীয় সংসদ সদস্য ডা. তুহিন     |     ঝিকরগাছায় যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন     |