ঢাকা, শনিবার, ২০শে এপ্রিল ২০২৪ ইং | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সখীপুরে প্রেমিকের প্রতারণায় এতিম যুবতী গর্ভবতী ॥ প্রেমিক গ্রেপ্তার

আঃ রশিদ তালুকদার, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুর উপজেলার সানবান্ধা গ্রামের মুসলিম পরিবারের এক এতিম যুবতী (১৯) সনাতন ধর্মের প্রেমিক অসীম ধোপার প্রতারণার শিকার হয়ে ৭ মাসের গর্ভবতী হয়েছেন। এ ঘটনায় মামলা দায়ের করার পর টাঙ্গাইল মডেল থানা পুলিশ প্রেমিক অসীম ধোপাকে গ্রেপ্তার করে জেল-হাজতে পাঠিয়েছে। গ্রেপ্তারকৃত অসীম ধোপা (৩৭) করটিয়া হাটখোলা এলাকার স্বর্গীয় অতুল ধোপার ছেলে।
মামলা সূত্রে জানা যায়, শিশুকালে মা-বাবা মারা যাওয়ার পর ওই নারী টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া কলেজপাড়ায় জনৈক লাল মিয়ার বাড়িতে তার প্রতিবেশি বড় বোনের ভাড়া বাসায় থাকতো। ওই বাড়িতে থাকার সুবাদে অসীম ধোপার সাথে তার পরিচয় হয়। অসীম ধোপা একাধিকবার ওই এতিম নারীকে প্রেমের প্রস্তাব দেয়। কিন্তু ওই নারী ধর্মের কারণে তার প্রেমের প্রস্তাব ফিরিয়ে দেন। এক পর্যায়ে অসীম ধোপা নানা কৌশলে ওই নারীকে প্রেমের ফাঁদে ফেলে। পরে এতিম ও অসহায়ত্বের সুযোগ নিয়ে ধর্মান্তরিত হয়ে বিয়ে করার প্রলোভন দেখিয়ে ওই যুবতীকে ফুসলিয়ে একাধিবার ধর্ষণ করে। সর্বশেষ গত বছরের ২৪ সেপ্টেম্বর করটিয়া হাটে অসীম ধোপার কাপড়ের গোডাউনের ভেতর পুনরায় বিয়ের প্রলোভনে ধর্ষণ করে। এতে ওই যুবতী গর্ভবতী হয়ে পড়ে। গর্ভবতী হওয়ায় বিয়ের জন্য চাপ দিলে অসীম ধোপা ওই নারীকে বিয়ে করবেনা এবং কোন ভাবেই ধর্মান্তরিত হবে না বলে সাফ জানিয়ে দেয়। এ সময় ওই নারী জানতে পারেন অসীম ধোপা বিবাহিত এবং সন্তানের জনক। বিয়ের জন্য চাপ দেওয়ায় ওই যুবতীকে গর্ভের সাত মাসের সন্তান নষ্ট করতে বলে। এতে রাজি না হওয়ায় তাকে মেরে ফেলার হুমকি দেয়। বাধ্য হয়ে এতিম যুবতী টাঙ্গাইল মডেল থানায় গিয়ে মামলা দায়ের করেন।
টাঙ্গাইল মডেল থানার উপ-পরিদর্শক(এসআই) প্রতিমা রাণী তরফদার জানান, এ ঘটনায় অভিযুক্ত অসীম ধোপাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে। এতিম মেয়েটি যাতে ন্যায় বিচার পান সে বিষয়ে সর্বাত্মক চেষ্টা থাকবে।

You must be Logged in to post comment.

গাংনীা নওপাড়ায় তামাক ঘরে আগুন। বসতঘরসহ ৪ টি তামাক ঘর পুড়ে ছাই     |     মেহেরপুরে প্রধান মন্ত্রী প্রদত্ত আর্থিক অনুদানের চেক বিতরণ     |     বিরলে এক হোটেল ব্যবসায়ীর গোলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।     |     ঝিকরগাছায় এসএসসি-৯৩ ব্যাচের বন্ধু আড্ডা ও মিলন মেলা অনুষ্ঠিত     |     গাংনীতে পুলিশের মাদক বিরোধী আভযানে ফেনসিডিল ও গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী আটক     |     প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী দায়সারা আয়োজনে খামারিদের দুর্ভোগ ৭ ঘন্টায় পশুর খাবার দেয়া হয়েছে মাত্র এক আটি ঘাস ও ১ কেজি ভূসি প্রদর্শনী শেষে আগে ৮০০ থেকে ১ হাজার টাকা দেয়া হলেও এবার দেয়া হয়েছে মাত্র ১৫০ থেকে ৩৫০ টাকা।     |     বিরল উপজেলা সিএসও এর দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত     |     বিরলে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত     |     টাঙ্গাইলে সেরা ওসি নির্বাচিত হলেন আহসান উল্লাহ্, পেলেন শ্রেষ্ঠ সম্মাননা পুরস্কার      |     বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ      |