ঢাকা, শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪ ইং | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সাতক্ষীরায় ফেন্সিডিলসহ অবসারপ্রাপ্ত স্যানিটারি ইন্সপেক্টর আটক

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় পুলিশের অভিযানে ফেন্সিডিলসহ অবসর প্রাপ্ত এক স্যানিটারি ইন্সপেক্টরকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে শহরের কাটিয়া আমতলা এলাকা তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে জব্দ করা হয় আমদানী নিষিদ্ধ ভারতীয় ৪৪ বোতল ফেন্সিডিল ও একটি ১৬০ সিসি এ্যাপাসি মোটর সাইকেল।
আটক স্যানিটারী ইন্সপেক্টরের নাম আশরাফুল ইসলাম (৫৫)। তিনি কালিগঞ্জ উঁপজেলার শ্রীকলা গ্রামের মৃত আকবার আলীর ছেলে।
পুলিশ জানায়, শহরের কাটিয়া আমতলা এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী রাতে মাদক বেচা কেনা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা সদর থানার ওসি আসাদুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল সেখানে অভিযান চালায়। এ সময় জনৈক লাভলুর দোকানের সামনে থেকে ৪৪ বোতল ফেন্সিডিলসহ স্যানিটারি ইন্সপেক্টর আশরাফুল ইসলাসকে হাতে নাতে আটক করা হয়। এরপর তার কাছ থেকে জব্দ করা ১৬০ সিসির একটি এ্যাপাসি মোটর সাইকেল।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দিয়ে রবিবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।।

You must be Logged in to post comment.

বিরলে এক হোটেল ব্যবসায়ীর গোলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।     |     ঝিকরগাছায় এসএসসি-৯৩ ব্যাচের বন্ধু আড্ডা ও মিলন মেলা অনুষ্ঠিত     |     গাংনীতে পুলিশের মাদক বিরোধী আভযানে ফেনসিডিল ও গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী আটক     |     প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী দায়সারা আয়োজনে খামারিদের দুর্ভোগ ৭ ঘন্টায় পশুর খাবার দেয়া হয়েছে মাত্র এক আটি ঘাস ও ১ কেজি ভূসি প্রদর্শনী শেষে আগে ৮০০ থেকে ১ হাজার টাকা দেয়া হলেও এবার দেয়া হয়েছে মাত্র ১৫০ থেকে ৩৫০ টাকা।     |     বিরল উপজেলা সিএসও এর দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত     |     বিরলে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত     |     টাঙ্গাইলে সেরা ওসি নির্বাচিত হলেন আহসান উল্লাহ্, পেলেন শ্রেষ্ঠ সম্মাননা পুরস্কার      |     বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ      |     বীরগঞ্জে ইউএনওকে বয়কট করলেন ইউপি চেয়ারম্যানরা     |     আটোয়ারীতে দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত     |