ঢাকা, বুধবার, ১৭ই এপ্রিল ২০২৪ ইং | ৪ঠা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সাতক্ষীরায় মাটির ভিতর থেকে পাওয়া গেলো চরশো বছরের পুরানো মুর্তি

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার পাটকেলঘাটায় ইটভাটার মাটি কাঁটার সময় একটি পুকুর থেকে ৪০০ বছরের পুরাতন স্বর্ণ স্বদৃশ্য মুর্তি উদ্ধার হয়েছে। শনিবার সকাল ১০ টার দিকে কুমিরা বাবুরপুকুর নামক এলাকা থেকে মুর্তিটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, স্থানীয় মোল্লা ব্রিকসের লোকজন স্কেভেটর দিয়ে মাটি কাটছিল। মাটি কাঁটার সময় মুর্তিতে কোদালের কোপ লাগে। মুহূর্তেই স্থানীয় এলাকাবাসী সেখানে জড়ো হয়। সোনার মুর্তি পাওয়া গেছে বলে এলাকায় খবর ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মুর্তিটি তাদের হেফাজতে নেয়।
পাটকেলঘাটার থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, ইটভাটায় মাটি নেওয়ার সময় মুর্তিটি পাওয়া গেছে। সেটি এখন পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তিনি আরো জানান, স্বর্ণকার দিয়ে পরীক্ষা করা হলে তারা জানিয়েছেন, এটি স্বর্ণ নয় পিতলের মুর্তি। মুর্তিটির ওজন এক কেজি চরশো গ্রাম। মূর্তিটি চারশো বছরের পুরাতন বলে ধারণা করা হচ্ছে

You must be Logged in to post comment.

আটোয়ারীতে এমপি রেজিয়া ইসলাম এঁর মতবিনিময় সভা     |     গাংনীতে মুকুল সেবা সংস্থার উদ্যোগে হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত     |     উপজেলা নির্বাচনে মেহেরপুর সদরে ৫ জন ও মুজিবনগরে ৪ জন মনোনয়ন পত্র জমা দিলেন     |     গাংনীতে ‘আশ্রয়’ নামে বৃদ্ধ সেবা ও এতিম শিশু পুণর্বাসন কেন্দ্রের শুভ উদ্বোধন অনুষ্ঠিত     |     টাঙ্গাইলে ঈদের ছুটিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ \ শিশু সহ দুই জনের সলিল সমাধি     |     মাদারীপুরের রাজৈরে ৬ জুয়াড়িসহ গ্রেফতার-৮     |     গাংনীতে মাই টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত     |     ঝিকরগাছায় বাঙালিয়ান বর্ষবরণ উৎসব উদযাপন     |     ঝিকরগাছায় প্রবাসী হাবিবের ব্যক্তিগত উদ্যোগে ঈদ বস্ত্র বিতরণ     |     ঝিকরগাছায় অসুস্থ রোগীদের সেবা দিতে হুইলচেয়ার দিলেন রিতি     |