ঢাকা, শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪ ইং | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

সিংড়ার মেধাবী বৃষ্টি’র মাস্টার্স পর্যন্ত লেখাপড়ার দায়িত্ব নিলেন সুপ্রীম কোর্টের আইনজীবী ইউসুফ আলী

সিংড়া (নাটোর) প্রতিনিধি: অভাব-অনাটনের মধ্যে কুড়ে ঘরে জন্ম নেয়া সেই মেধাবী বৃষ্টি খাতুনের মাস্টার্স পর্যন্ত লেখাপড়ার দায়িত্ব নিলেন সিংড়ার চলনবিলের কয়ড়াবাড়ি গ্রামের কৃতি সন্তান বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী এডভোকেট এম ইউসুফ আলী। বৃষ্টি খাতুন ধার করা বই ও টিউশনি করে জেএসসিতে ট্যালেন্টপুলে বৃষ্টি এবং এবারের এসএসসি পরীক্ষায় সিংড়ার নিংগইন ও জোড়মল্লিকা উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৫ পেয়েছে। কিন্তু আর্থিক সংকট তার স্বপ্ন পূরণে একমাত্র বাঁধা। মঙ্গলবার দুপুরে মেধাবী বৃষ্টি’র বাড়িতে যান এডভোকেট এম ইউসুফ আলী। ভর্তির জন্য নগদ অর্থ সহায়তা দিয়ে মাস্টার্স পর্যন্ত বৃষ্টি’র লেখাপড়াসহ সকল খরচ বহন করার প্রতিশ্রুতি দেন তিনি। এর আগে মেধাবী বৃষ্টিকে মাননীয় প্রধানমন্ত্রীর জমি আছে ঘর নাই প্রকল্পের আওতায় একটি ঘর উপহার দেন সিংড়ার ইউএনও মোছা. নাসরিন বানু।
বৃষ্টির মা মোছা. মুন্নি আরা বেগম তার মেয়ের স্বপ্ন পূরণ হওয়ায় সকলের কাছে দোয়া কামনা করেন।
এডভোকেট এম ইউসুফ আলী বলেন, এখন থেকে মাস্টার্স পর্যন্ত মেধাবী বৃষ্টি’র লেখাপড়ার যাবতীয় খরচ তার ঢাকাস্থ (ল-ফার্ম) আইন পরামর্শক প্রতিষ্ঠান বহন করবে। তবে যতদিন পর্যন্ত সে পরীক্ষায় ভালো ফলাফল করবে ততদিন পর্যন্ত এই সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

You must be Logged in to post comment.

গাংনী উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত     |     গাংনী পৌরসভার আয়োজনে শহর সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা অনুষ্ঠিত     |     মেহেরপুর প্রতিদিনের ৭ম বছরে পদার্পণে আমন্ত্রিত অতিথিরা  জেলার শিক্ষা,শিল্প, সাহিত্য, সংস্কৃতি, মুক্তিযুদ্ধ ও উন্নয়ন তুলে ধরে পত্রিকাটিকে গণমানুষের মুখপাত্র হিসেবে গড়ে তুলতে হবে।     |     আন্তর্জাতিক যোগাযোগের গেটওয়ে হবে কুড়িগ্রাম     |     কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা     |     বিরলের ৩ টি ইউপি’র ১৯জন চেয়ারম্যান পদ প্রার্থীর মনোনয়পত্র দাখিল। সংরক্ষিত ২৫ ও সাধারণ ৯৪ জন প্রার্থী।     |     গাংনীতে মাটি ভর্তি ট্রলির উপর থেকে চাকার নিচে পড়ে শিশু নিহত     |     টাঙ্গাইলে ৯৬৬ বোতল ফেনসিডিলসহ আটক ৪     |     ঢাকায় ‘শিক্ষায় ন্যায্যতাভিত্তিক বাজেট: আমাদের প্রত্যাশা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত     |     আটোয়ারীতে দেশান্তরী চাচার খেলাপী ঋণ পরিশোধ করে দৃষ্টান্ত স্থাপন করলেন বীর মুক্তিযোদ্ধ ভ্রাতুষ্পুত্র     |