ঢাকা, শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪ ইং | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

সুনামগঞ্জের ছাতক  নারী নির্যাতন ও ধর্ষণ বিরোধী সমাবেশ অনুষ্ঠিত 

ছাতক(সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের ছাতক ধর্ষণ ও নারী নিপীড়ন বিরোধী সমাবেশ করেছে পুলিশ। শনিবার ছাতক থানা পুলিশের উদ্যোগে শহরের ট্রাফিক পয়েন্টে এ সমাবেশ ও র‍্যালী অনুষ্ঠিত হয়। সারা দেশের ন্যায় একযোগে উপজেলার ১৩টি ইউনিয়নে বিট পুলিশিং ও পৌরসভার ৩টি বিট ইউনিটে পৃথক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পৌর শহরে র‍্যালী শেষে ট্রাফিক পয়েন্টে ছাতক থানার অফিসার ইনচার্জ শেখ নাজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) মোঃ বিল্লাল হোসেন, ছাতক উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক সৈয়দ আহমদ, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশিদ, ছাতক পৌরসভার মহিলা কাউন্সিলর  তাসলিমা জান্নাত কাকলী, মিলন রানী দাস প্রমুখ। সমাবেশে অংশগ্রহণকারীরা ধর্ষণ ও নারী নির্যাতনবিরোধী পোস্টার, লিফলেট, প্ল্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে জনসাধারণকে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান এবং এধরনের ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে সচেতনতামুলক বক্তব্য রাখেন। এসময় বক্তারা বলেন, দেশের সামাজিক শৃঙ্খলা এবং জনগণের শান্তি ও নিরাপত্তা বিধানকল্পে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের প্রতিটি ঘটনায় অপরাধীকে আইনের আওতায় আনার লক্ষ্যে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে পুলিশ। দেশের সেবা ও জনগণের কল্যাণে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে সর্বদা জনগণের পাশে রয়েছে পুলিশ। সমাবেশে অন্যান্যদের মধ্যে ছাতক থানার ইন্সপেক্টর (অপারেশন) মো. মিজানুর রহমান, এসআই হাবিবুর রহমান পিপিএম, এসআই ইমতিয়াজ সরকার, মলয় দাশ, এএসআই জলি বেগমসহ সমাজের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এদিকে পৌর শহরের নোয়ারাই বাজার, পেপারমিল মিনি মার্কেট ও গনক্ষাই এলাকায় পৃথক বিট পুলিশিং সমাবেশ করেছে। ওসি শেখ নাজিম উদ্দিনের সভাপতিত্বে ও এসআই হাবিবুর রহমান পিপিএম’র পরিচালনায় এসপিপিএম মিনি মার্কেটে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন পৌর মহিলা কাউন্সিলর তাসলিমা জান্নাত কাকলী, কাউন্সিলর আছাব মিয়া, সূর্যের হাসি ক্লিনিকের ম্যানেজার স্বপ্না বেগম, শিক্ষক তমাল পোদ্দার, স্থানীয় রসিদ আহমদ, সিরাজুল ইসলাম প্রমুখ। উত্তর খুরমা ইউনিয়নের আমেরতল বাজারে বিট পুলিশিং সমাবেশে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ। বক্তব্য রাখেন ছাতক থানার এসআই মহসিন, এএসআই মহিউদ্দিন, ইউপি সদস্য, প্যানেল চেয়ারম্যান আব্দুল হামিদ, ইউপি সদস্য শামছুল হুদা, জালাল উদ্দীন, মহিলা সদস্য কমরুন নেছা প্রমুখ। উপজেলার সিংচাপইড় ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন জাউয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাজ্জাদুর রহমান। বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মোজাহিদ আলী, এড.সিতাব আলী, এএসআই মুহিবুল ইসলাম, ইউপি সদস্য আজিজুর রহমান শান্ত, সদস্যা শাহানারা বেগম প্রমুখ।
এদিকে, জাহিদপুর পুলিশ ফাঁড়ির আয়োজনে দোলার বাজার ইউনিয়ন পরিষদে নারী নির্যাতন ও ধর্ষণ বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বিট পুলিশিং ইনচার্জ পলাশ চন্দ্র দাসের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন, প্রবীণ আওয়ামীলীগ নেতা আজাদ রব্বানী, কলামিস্ট এটিএম কয়েছ, ইউপি সদস্য গিয়াস উদ্দিন কুতুব, ইউপি সদস্য তাজুদ মিয়া, শিক্ষানুরাগী মানিক মিয়া, মঈনপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শাহাব উদ্দিন, এএসআই নূর আহমদ, আনোয়ার জুনেদ, কনস্টেবল জামির হুসেন, শাহরিয়ার প্রমুখ।

You must be Logged in to post comment.

স্বাস্থ্যের রংপুর বিভাগীয় পরিচালক ফজলুল হক কারাগারে      |     ঝিকরগাছায় স্বেচ্ছাসেবী সংগঠন সিআরবি’র আলোচনা সভা ও ইফতার মাহফিল     |     গাংনীতে অগ্নিকান্ডে কৃষকের গম ক্ষেত পুড়ে ছাই।     |     লালমনিরহাটে মাদরাসার নিয়োগ বানিজ্যের অভিযোগ     |     গাংনী উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত     |     গাংনী পৌরসভার আয়োজনে শহর সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা অনুষ্ঠিত     |     মেহেরপুর প্রতিদিনের ৭ম বছরে পদার্পণে আমন্ত্রিত অতিথিরা  জেলার শিক্ষা,শিল্প, সাহিত্য, সংস্কৃতি, মুক্তিযুদ্ধ ও উন্নয়ন তুলে ধরে পত্রিকাটিকে গণমানুষের মুখপাত্র হিসেবে গড়ে তুলতে হবে।     |     আন্তর্জাতিক যোগাযোগের গেটওয়ে হবে কুড়িগ্রাম     |     কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা     |     বিরলের ৩ টি ইউপি’র ১৯জন চেয়ারম্যান পদ প্রার্থীর মনোনয়পত্র দাখিল। সংরক্ষিত ২৫ ও সাধারণ ৯৪ জন প্রার্থী।     |