ঢাকা, শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪ ইং | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে আলিফ ডায়াগনষ্টিকে ডিজিটাল মেশিন স্থাপন

আক্তারবানু ইতি, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গাস্থ শিববাড়ি মোড়ে অবস্থিত আলিফ ডায়াগনষ্টিক সেন্টারে অত্যাধুনিক ডিজিটাল এক্স-রে মেশিন স্থাপন করা হয়েছে।
রবিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে বিনামূল্যে পরীক্ষার মাধ্যমে এ মেশিন স্থাপন করা হয়। এ ব্যাপারে আলিফ ডায়াগনষ্টিক সেন্টারের পরিচালক সাজেদুল ইসলাম মন্ডল জানান, দীর্ঘদিন ধরে পরিচালিত এ ডায়াগনষ্টিক সেন্টারে অত্যাধুনিক ডিজিটাল এক্স-রে মেশিন না থাকলেও নিখুঁতভাবে গরিব ও অসহায় মানুষের অতি স্বল্পমূল্যে বিভিন্ন প্রকারের শারীরিক সমস্যা পরীক্ষা-নীরিক্ষার মাধ্যমে রিপোর্ট প্রদান করা হয়। স্থানীয় মানুষজনের আস্থাভাজন ও প্রয়োজনীয়তা বিবেচনায় এ ডিজিটাল এক্স-রে মেশিন স্থাপন করা হয়। এখানে নাক, কান, গলার চিকিৎসা, মেডিসিন, সার্জারি, যৌন-চর্ম, এলার্জি, বাত-ব্যাথা, প্যারালাইসিস, শিশু ও গাইনী বিশেষজ্ঞ চিকিৎসকগণ রোগীদেরকে সু-চিকিৎসা প্রদান করেন। এক্স-রে, ইসিজি, সর্বাধুনিক হাইরেজ্যুলেশন, আল্ট্রাসনোগ্রাম, এ্যানালাইজার মেশিনে রক্তের বায়োকেমিষ্টিসহ সবধরণের প্যাথলজি পরীক্ষা করা হয়ে থাকে। তিনি আরও জানান, দিন-রাতব্যাপী স্থানীয় গরিব ও অসহায় রোগীদের সেবায় প্রতিষ্ঠানটি সার্বক্ষণিক নিয়োজিত।

You must be Logged in to post comment.

প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী দায়সারা আয়োজনে খামারিদের দুর্ভোগ ৭ ঘন্টায় পশুর খাবার দেয়া হয়েছে মাত্র এক আটি ঘাস ও ১ কেজি ভূসি প্রদর্শনী শেষে আগে ৮০০ থেকে ১ হাজার টাকা দেয়া হলেও এবার দেয়া হয়েছে মাত্র ১৫০ থেকে ৩৫০ টাকা।     |     বিরল উপজেলা সিএসও এর দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত     |     বিরলে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত     |     টাঙ্গাইলে সেরা ওসি নির্বাচিত হলেন আহসান উল্লাহ্, পেলেন শ্রেষ্ঠ সম্মাননা পুরস্কার      |     বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ      |     বীরগঞ্জে ইউএনওকে বয়কট করলেন ইউপি চেয়ারম্যানরা     |     আটোয়ারীতে দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত     |     অসম্প্রদায়িক বাংলাদেশ তথা সোনার বাংলা গড়ার প্রশ্নে যে কোন অপশক্তিকে প্রতিহত করা হবে। মুজিবনগর দিবসে এই হোক অঙ্গীকার -কাজী জাফর উল্লাহ     |     বগুড়ার শেরপুরে প্রানিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন     |     আটোয়ারী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত     |