ঢাকা, শনিবার, ২০শে এপ্রিল ২০২৪ ইং | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে ফাঁদ পেতে ভাই-বোনকে হত্যায় ৩ ভাইয়ের ফাঁসি

আক্তারবানু ইতি, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নের পূর্ব-ঝিনিয়া গ্রামে পূর্ব পরিকল্পিতভাবে বিরোধপূর্ণ জমিতে বৈদ্যুতিক ফাঁদ পেতে চাচাত ভাই-বোনকে হত্যা মামলায় ৭ আসামীর মধ্যে ৩ ভাইয়ের ফাঁসির রায় প্রদান করেছেন আদালত।
বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক দিলীপ কুমার ভৌমিক এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে বিজ্ঞ আদালত এ মামলার অপর ৩ আসামীকে বেকসুর খালাস প্রদান করেন। এছাড়া, মামলার প্রধান আসামী আবুল হোসেন জামিনে থাকায় মারা যান। দীর্ঘ ৪ বছর পর মামলার রায় ঘোষণার সময় ৬ আসামী আদালতে হাজির হন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত হলো- ঐ গ্রামের হযরত আলী (৩৯), হাফিজার রহমান (৩৬) ও আজিজল হোসেন (৩১)। তারা সকলেই মামলার প্রধান আসামি মৃত আবুল হোসেনের ছেলে। বেকসুর খালাস পাওয়া আসামীরা হলো- মৃত আবুল হোসেনের স্ত্রী জরিনা বেগম, হযরত আলীর স্ত্রী গোলেনুর বেগম ও হাফিজার রহমানের স্ত্রী মোর্শেদা আক্তার।
জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাডভোকেট শফিকুল ইসলাম শফিক জানান, পুর্ব-ঝিনিয়া গ্রামের মফিজল হকের সঙ্গে তার জ্যাঠাতো ভাইদের মধ্যে জমি নিয়ে বিরোধ ও মামলা চলে আসছিলো। মামলায় মফিজল রায় পেয়ে ২০১৬ সালের ১২ নভেম্বর সকালে জমি দখলে নেয়ার প্রচেষ্টা করেন। মফিজলগং ঐ বিরোধপূর্ণ জমিতে ধান কাটতে এলে আসামীদের পাতানো লোহার তারে বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুতায়িত হয়ে আহত হন। মফিজলের ছেলে তসলিম, ভাতিজি মর্জিনা, ছেলের স্ত্রী জমিলা বেগম ও ভাতিজা আলমগীরসহ ৬জন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হলে তসলিম ও ভাতিজি মর্জিনা বেগমকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ঘটনায় মফিজল হক বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় ৭জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন। এদিকে, মামলার রায়ে বাদীর পরিবার ও রাষ্ট্রপক্ষের আইনজীবি সন্তোষ প্রকাশ করলেও অসন্তোষ প্রকাশ করেছেন আসামিদের পরিবার-স্বজন ও তাদের আইনজীবিরা। আসামি পক্ষের আইনজীবি আবুয়ারা সিদ্দিকুর ইসলাম বলেন, ‘মামলার এজাহার ও সাক্ষ্য-প্রমাণে আদালতের সার্বিক পর্যালোচনায় রায় ঘোষণা করা হয়নি। এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপীল করলে অবশ্যই আসামীরা ন্যায় বিচার পাবেন।’ দ্রুতই এ নিয়ে আপীল করবেন বলেও জানান তিনি।

You must be Logged in to post comment.

গাংনীা নওপাড়ায় তামাক ঘরে আগুন। বসতঘরসহ ৪ টি তামাক ঘর পুড়ে ছাই     |     মেহেরপুরে প্রধান মন্ত্রী প্রদত্ত আর্থিক অনুদানের চেক বিতরণ     |     বিরলে এক হোটেল ব্যবসায়ীর গোলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।     |     ঝিকরগাছায় এসএসসি-৯৩ ব্যাচের বন্ধু আড্ডা ও মিলন মেলা অনুষ্ঠিত     |     গাংনীতে পুলিশের মাদক বিরোধী আভযানে ফেনসিডিল ও গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী আটক     |     প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী দায়সারা আয়োজনে খামারিদের দুর্ভোগ ৭ ঘন্টায় পশুর খাবার দেয়া হয়েছে মাত্র এক আটি ঘাস ও ১ কেজি ভূসি প্রদর্শনী শেষে আগে ৮০০ থেকে ১ হাজার টাকা দেয়া হলেও এবার দেয়া হয়েছে মাত্র ১৫০ থেকে ৩৫০ টাকা।     |     বিরল উপজেলা সিএসও এর দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত     |     বিরলে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত     |     টাঙ্গাইলে সেরা ওসি নির্বাচিত হলেন আহসান উল্লাহ্, পেলেন শ্রেষ্ঠ সম্মাননা পুরস্কার      |     বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ      |