ঢাকা, শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪ ইং | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সুস্থ হয়ে আবারো সংগীতে ফিরলেন কন্ঠশিল্পী হাসান রানা

মাসুদুর রহমান:২০০৪ সালে “আজও তুমি অন্যের প্রিয়জন” এ্যালবামে ১২ টি গান প্রকাশ করে ভাইবোন মাল্টিমিডিয়া । এ্যালবামটির গীতিকার ও সুরকার-এস আর সাইফ । ২০০৬ সালে আবারো ১২ টি গানের “পাইনা তোমার দেখা” এ্যালবামে শেখ ওমরের সুর ও গীতিকারে ৭১ মিউজিক তার কন্ঠে গান গুলো প্রকাশ করে। গান গুলো প্রত্যন্ত অঞ্চলের সাধারন মানুষ ও ¯্রােতাদের মধ্যে ব্যাপক সাড়া এবং ঝড় তোলেন হাসান রানা । হঠাৎ ২০১১ সালে সড়ক দুর্ঘটনায় আহত হয় কন্ঠশিল্পী হাসান রানা। শরীরের বিভিন্ন স্থানে জখম হয়ে তিনি দীর্ঘদিন উওরা বাংলাদেশ মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় থেকে সুস্থ হয় । মাথায় মারাত্মক আঘাত থাকায় সুস্থ হলেও কিছুদিন পর তাকে আবারো অসুস্থ্য হয়ে পড়তে হয়েছে । বাংলাদেশের প্রায় হাসপাতাল ও মেডিকেল গুলোতে চিকিৎসার জন্য গেলেও ভাল চিকিৎসা পায়নি হাসান রানা। মৃত্যুও সাথে পাঞ্জা লড়ে তিনি ইন্ডিয়ার ভেনুর সিএনসি খৃষ্ঠান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন থেকে আল্লাহর অশেষ রহমতে সুস্থ হয়ে আবারো দীর্ঘ ১০ বছর পর সংগীতে ফিরলেন জনপ্রিয় কন্ঠশিল্পী হাসান রানা । বিরতি ভেঙে পবিত্র ইদ উল ফিতরকে সামনে রেখে ‘তার নামে হও পাগল সবাই’ ‘আমার ভাঙ্গা ঘরে দয়াল ’ ‘ঘুরু ভোজন ঘুরু সাধন’ শিরোনামের গান গুলো নিয়ে দর্শক ¯্রােতাদের মাঝে ফিরছেন । কণ্ঠ দেয়ার পাশাপাশি গানটির সুর-গীতিকার করেছেন হাসান রানা । এরইমধ্যে শেষ হয়েছে গানটির রেকর্ড। এই গানে নতুনভাবে হাজির হচ্ছেন তিনি । সুর-কন্ঠে নতুনত্ব পাবেন শ্রোতারা।
হাসান রানা জানান, আবারও নিয়মিত কাজ করার ইচ্ছা আছে। নতুন গানটিও বেশ ভালো হয়েছে। আশা করি, শ্রোতা-দর্শকদের ভালো লাগবে।’ আধিসাপ্ত জীবনে আমি আসলে খুব একা আমি সঙ্গীতের মাঝেই বেচে থাকতে চাই,দেশবাসীর কাছে আমি দোয়া চাই। আর চাই আমার দেশের প্রবাসী ভাই বোন যেন সব সময় ভালো থাকে। সাংবাদিকদের সহযোগিতা পেলে ভিন্ন কিছু করার চেষ্টা করব।

You must be Logged in to post comment.

প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী দায়সারা আয়োজনে খামারিদের দুর্ভোগ ৭ ঘন্টায় পশুর খাবার দেয়া হয়েছে মাত্র এক আটি ঘাস ও ১ কেজি ভূসি প্রদর্শনী শেষে আগে ৮০০ থেকে ১ হাজার টাকা দেয়া হলেও এবার দেয়া হয়েছে মাত্র ১৫০ থেকে ৩৫০ টাকা।     |     বিরল উপজেলা সিএসও এর দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত     |     বিরলে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত     |     টাঙ্গাইলে সেরা ওসি নির্বাচিত হলেন আহসান উল্লাহ্, পেলেন শ্রেষ্ঠ সম্মাননা পুরস্কার      |     বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ      |     বীরগঞ্জে ইউএনওকে বয়কট করলেন ইউপি চেয়ারম্যানরা     |     আটোয়ারীতে দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত     |     অসম্প্রদায়িক বাংলাদেশ তথা সোনার বাংলা গড়ার প্রশ্নে যে কোন অপশক্তিকে প্রতিহত করা হবে। মুজিবনগর দিবসে এই হোক অঙ্গীকার -কাজী জাফর উল্লাহ     |     বগুড়ার শেরপুরে প্রানিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন     |     আটোয়ারী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত     |