ঢাকা, শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪ ইং | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ চান হাথুরুসিংহে

নিজের দেশের আহ্বানে বাংলাদেশকে কোচিং করানো ছেড়ে শ্রীলংকা চলে গিয়েছিলেন চন্ডিকা হাথুরুসিংহে। তবে সেখানে গিয়ে সময়টা আর ভালো যায়নি তার। দলের খারাপ পারফরমেন্সের দায় নিতে হয়েছে তাকে।

২০১৯ ক্রিকেট বিশ্বকাপে শ্রীলঙ্কা ষষ্ঠ স্থান দখল করে। দলের এমন পারফরম্যান্সের জন্য দেশটির ক্রীড়ামন্ত্রী হারিন ফার্নান্দো কোচকে দায়ী করেন। আর বিশ্বকাপে লঙ্কানদের দায়িত্বে ছিলেন বাংলাদেশের প্রাক্তন কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

এ সময় দেশটির ক্রীড়ামন্ত্রী বলেন, ‘হাথুরুকে যে বেতন দেওয়া হয়। এর অর্ধেক বেতনে ভালো মানের বিদেশি কোচ পাওয়া সম্ভব।’

এর ফলে বিশ্বকাপের পর থেকে দলে এক প্রকার ব্রাত্য হয়ে পড়েন হাথুরুসিংহে। পাকিস্তান সফরে শ্রীলঙ্কা প্রধান কোচ হিসেবে প্রেরণ করে বোলিং কোচ রুমেশ রত্নানায়েকেকে।

এরপর শ্রীলঙ্কা জাতীয় দলে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেয় প্রোটিয়া মিকি আর্থারকে। আর ব্যাটিং কোচের দায়িত্ব পান জিম্বাবুইয়ান গ্র্যান্ট ফ্লাওয়ার। চন্ডিকা হাথুরুসিংহকে তখন বরখাস্তের ঘোষণা দেয় শ্রীলঙ্কা ক্রিকেট। এরপরে বোলিং কোচ হিসেবে অস্ট্রেলিয়ান ডেভিড সকার ও ফিল্ডিং কোচ হিসেবে শেন ম্যাকডারমটকে নিয়োগ দেয় ক্রিকেট বোর্ড।

শ্রীলঙ্কার সংবাদমাধ্যম সানডে আইল্যান্ড বলছে, হাথুরুসিংহেকে চুক্তি শেষ হওয়ার ১৮ মাস আগে ছাঁটাই করে লঙ্কান ক্রিকেট বোর্ড। ছাঁটাই করে বোর্ড ৬ মাসের বেতন দিতে চায়। চুক্তি অনুযায়ী হাথুরুসিংহের বেতন ছিল ৬০ হাজার ডলার। তবে সেটি নিতে অস্বীকৃতি জানান হাথুরুসিংহে। বরং পুরো চুক্তির বেতন দাবি করেন তিনি। সে হিসাবে তিনি ১.৮ মিলিয়ন ডলার পান।

তবে আন্তর্জাতিক দলের কোচ হিসেবে তার যে সুনাম ছিল, সেটা ক্ষুণ্ণ করার জন্য ক্ষতিপূরণ দাবি করেন হাথুরুসিংহে। বোর্ড বরাবর ৫০ লাখ ডলার দাবি করে চিঠি দেন সাবেক এই বাংলাদেশের কোচ।

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সম্পাদক মোহন ডি সিলভা বলেন, ‘হাথুরু আমাদের কাছে একটি চিঠি পাঠিয়েছেন। যেখানে সে ৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ চেয়েছেন।’

 

You must be Logged in to post comment.

প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী দায়সারা আয়োজনে খামারিদের দুর্ভোগ ৭ ঘন্টায় পশুর খাবার দেয়া হয়েছে মাত্র এক আটি ঘাস ও ১ কেজি ভূসি প্রদর্শনী শেষে আগে ৮০০ থেকে ১ হাজার টাকা দেয়া হলেও এবার দেয়া হয়েছে মাত্র ১৫০ থেকে ৩৫০ টাকা।     |     বিরল উপজেলা সিএসও এর দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত     |     বিরলে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত     |     টাঙ্গাইলে সেরা ওসি নির্বাচিত হলেন আহসান উল্লাহ্, পেলেন শ্রেষ্ঠ সম্মাননা পুরস্কার      |     বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ      |     বীরগঞ্জে ইউএনওকে বয়কট করলেন ইউপি চেয়ারম্যানরা     |     আটোয়ারীতে দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত     |     অসম্প্রদায়িক বাংলাদেশ তথা সোনার বাংলা গড়ার প্রশ্নে যে কোন অপশক্তিকে প্রতিহত করা হবে। মুজিবনগর দিবসে এই হোক অঙ্গীকার -কাজী জাফর উল্লাহ     |     বগুড়ার শেরপুরে প্রানিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন     |     আটোয়ারী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত     |