ঢাকা, শুক্রবার, ১লা ডিসেম্বর ২০২৩ ইং | ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে আর্থিক সহায়তা  দিলেন সামাজিক ফান্ড ফুলবাড়ী। 

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের ফুলবাড়ীতে বন্ধুদের সঞ্চিত অর্থে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ দুটি পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছেন সেবামূলক সংগঠন সামাজিক ফান্ড ফুলবাড়ী।
রোববার  দুপুর ১২টায় পৌর শহরের উত্তর সুজাপুর গ্রামের ক্ষতিগ্রস্থ হুমায়ুন কবির ও মমিনুল ইসলামকে এই নগদ অর্থ সহায়তা প্রদান করে তারা।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য গ্লোবাল ভিলেজ ট্রেড বিডি’র ব্যাবস্থাপনা পরিচালক (এমডি)
নয়ন,ডা.ইসরাত জাহান সোহাগী,নুরুন্নবী,রুবেল,সদরুল ইসলাম শিমুল,সজল আহম্মেদ প্রমুখ।
শুক্রবার ৩০ডিসেম্বর ইলেক্ট্রিক শর্টসার্কিট থেকে আগুন লেগে ওই পরিবার গুলোর বাড়ীর আসবারপত্র সহ অন্যান্য মালামাল পুড়ে ছাই হয়ে যায়,তাদের মাঝেই এই অর্থ সহায়াতা দিয়েছেন তারা।
জানা যানাগেছে, ২০০৩ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থী বন্ধুদের সমন্বয়ে গঠিত সামাজিক ফান্ড ফুলবাড়ী নামে সেবামূলক এই সংগঠনটি ২০২১ সাল থেকে এলাকার দুস্থ শিক্ষার্থী ও রোগীদের আর্থিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে।

You must be Logged in to post comment.

মাদারীপুর-৩ নির্বাচনী এলাকায় আওয়ামীলীগ প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ দুই স্বতন্ত্র প্রার্থীর     |     জাতীয় নির্বাচন : নীলফামারী-১ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ১০ জন প্রার্থী     |     মেহেরপুরে কলাইডাঙ্গায় পানিতে ডুবে শিশুর মৃত্যু     |     ঠাকুরগাঁও মননোয়ন পত্র জমা দিলেন ২০ জন প্রার্থী     |     মেহেরপুরে দলীয় ও স্বতন্ত্র প্রার্থী সহ ২৫ জনের মনোনয়নপত্র দাখিল     |     দ্বাদশ সংসদ নিবার্চন -২০২৪ মেহেরপুর-২ গাংনী আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক সাংসদ মকবুল হোসেনের মনোনয়ন পত্র জমা     |     বগুড়া-৫ আসনে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল     |     শৈলকুপায় আ.লীগের প্রার্থীসহ ৭ জনের মনোনয়নপত্র জমা     |     আটোয়ারীতে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিলেন নাঈমুজ্জামান ভুঁইয়া     |     মাদারীপুরে নেতা-কর্মীদের নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন শাজাহান খান     |