অনুমতি ছাড়াই স্কুলের গাছ কাটলেন প্রধান শিক্ষিকা : তদন্ত কমিটি গঠন


মো:আব্দুল মালেক বোদা(পঞ্চগড়) প্রতিনিধিঃ- সরকারী নীতিমালাকে উপেক্ষা করে বিদ্যালয়ের গাছ ও বিল্ডিং ভাঙ্গলেন বোদা জমাদারপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাধবী রানী। গত ৫ এপ্রিল কোন রকম রেজুলেশন,টেন্ডার ও বন বিভাগ কতৃক পূর্বাণে অনুমতি না নিয়ে স্থানিয় কাউন্সিলরের অনুমতি নিয়ে মূল্যবান কয়েকটি গাছ কাটতে ও বিল্ডিং ভাঙ্গতে শুরু করেন। পরে স্থানীয় লোকজন বিষয়টি উপজেলা নির্বার্হী অফিসার সৈয়দ মাহমুদ হাসান ও উপজেলা শিক্ষা অফিসার আবু ইউসুফ ভুঞা জানালে তাৎক্ষনিক উপজেলা নির্বার্হী কর্মকর্তা কর্মচারী পাঠিয়ে তা বন্ধকরে দিয়ে গাছ গুলো জব্দ করেন। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য উপজেলা শিক্ষা অফিসকে নির্দেশ দেন। এর প্রেক্ষিতে গত ৮ এপ্রিল সহকারী উপজেলা শিক্ষা অফিসার শাহিনুর ইসলাম ঘটনা স্থলে তদন্ত করে ঘটনা সত্যতা পান। এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাধবী রানী জানান, স্থানীয় প্রতিনিধিদের জানান হয়েছে। তারা কাটতে এবং ভাঙ্গতে বলে। তাই আমি এটি করি। উপজেলা শিক্ষা অফিসার শাহিনুর ইসলাম জানান, ঘটনা তদন্ত করে সত্যতা পাওয়া গেছে। এব্যাপারে কয়েকদিনের মধ্যে তদন্ত রির্পোট প্রেশ করা হবে।