ঢাকা, বৃহস্পতিবার, ২৮শে সেপ্টেম্বর ২০২৩ ইং | ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

অপরাজিতা’র রংপুর বিভাগীয় কমিটি গঠন

এম.এ.শাহীন: নারীর রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিতে রংপুর বিভাগীয় অপরাজিতা নেটওয়ার্ক-এর কমিটি গঠন হয়েছে। বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুরে রংপুর এনজিও ফোরামের আঞ্চলিক দপ্তরের সম্মেলন কক্ষে আলোচনা সভায় এ কমিটি গঠন করা হয়।
রংপুরের ফাতেমা ইয়াছমিন ইরা হককে সভাপতি, নীলফামারী আরিফা সুলতানা লাভলী ও রংপুরের রেজেকা সুলতানা ফেন্সীকে সহ-সভাপতি এবং দিনাজপুরের মোছা: লায়লা বানুকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। এছাড়াও যুগ্ম সাধারণ সম্পাদক নীলফামারীর মোছা. সানজিদা বেগম, সাংগঠনিক সম্পাদক নীলফামারীর শিল্পী রানী এবং কোষাধ্যক্ষ হিসেবে প্রভাতী রানীকে নির্বাচিত করা হয়।
এসময় নব-নির্বাচিত কমিটি অপরাজিতা নেটওয়ার্কের কর্মকাণ্ড আরও বেগবান করা প্রত্যয় নিয়ে বলেন, সমাজে নারীর ন্যায্য অধিকার, মর্যাদা, এবং নেতৃত্বের দক্ষতা বৃদ্ধি ও নারীর রাজনৈতিক ক্ষমতায়নের মাধ্যমে তাদের ভূমিকা আরো জোরালো করতে আমরা কাজ করে যাব। সমাজে পুরুষের মতো বর্তমানে নারীরাও সকল বিষয়ে এগিয়ে চলেছে, এমন অনেক কাজ আছে যেগুলো কেবল নারীর দ্বারাই সম্ভব। তাই রাজনৈতিক ক্ষমতায়নসহ সবক্ষেত্রেই রংপুর বিভাগের নারীর অংশগ্রহণ নিশ্চিতে সক্রিয়ভবে আমাদের কাজ করে যেতে হবে।
ডেমোক্রেসী ওয়াচের আয়োজনে প্রজেক্ট কো-অর্ডিনেটর ফিরোজ নুরন্নবী যুগলের সঞ্চালনায় এ সভায় বক্তব্য রাখেন, রংপুর বিভাগের নারী জনপ্রতিনিধি, নারী রাজনীতিবিদ ও নারী সাংবাদিকসহ অপরাজিতারা।

You must be Logged in to post comment.

পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক আনিছুর রহমান     |     আটোয়ারীতে ফুটবল একাডেমির যাত্রা শুরু     |     ঝিকরগাছায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস অনুষ্ঠিত     |     শতকরা মাত্র ৪৫ ভাগ মা ০ থেকে ৬ মাস বয়সী শিশুকে দুগ্ধ পান করান পঞ্চগড়ে বিশ্ব মাতৃদুগ্ধ দিবসের অবহিতকরণ কর্মশালা     |     মেহেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস’২৩ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত     |     মেহেরপুরে বিশ্ব পর্যটন দিবস’২৩ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত     |     শিক্ষক নির্বাচিত হয়েছেন ডোমারের তিনটি বিদ্যালয়ের শিক্ষক।      |     মাদারীপুরে ইজিবাইক চোরচক্রের পাঁচ সদস্য গ্রেফতার     |     শৈলকুপায় হত্যাকান্ডকে পুঁজি করে বাড়ী-ঘর ভাংচুর ও লুটপাট     |     কোটচাঁদপুরে রেললাইন থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার     |