ঢাকা, বৃহস্পতিবার, ২৮শে সেপ্টেম্বর ২০২৩ ইং | ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

অবশেষে ক্লাসে ফিরল শিক্ষার্থীরা প্রধান শিক্ষক সহ অভিযুক্ত দুই শিক্ষিকা প্রত্যাহার

আটোয়ারী (পঞ্চগড়) সংবাদদাতা:প্রায় এক সপ্তাহ পর প্রধান শিক্ষক সহ অভিযুক্ত দুই শিক্ষিকাকে বিদ্যালয় হতে প্রত্যাহার করে নেয়ার পর অবশেষে ক্লাসে ফিরল শিক্ষার্থীরা। ঘটনাটি ঘটেছে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ধামোর ইউনিয়নের জুগিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। সভাপতি ও প্রধান শিক্ষককের দ্বন্দে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করেছিল প্রায় ১০ দিন হতে। এ অবস্থায় প্রধান শিক্ষিকা মোছাঃ আঞ্জুমান আরা বেগমসহ সহকারী শিক্ষিকা মোছাঃ সামসুন নেহারকে বদলী করার অভিযোগে অভিভাবকরা বিভিন্ন দপ্তরে অভিযোগ ও মানববন্ধন করে। অবশেষে এক সপ্তাহ পর প্রধান শিক্ষিকাসহ সহকারী শিক্ষিকাকে প্রত্যহার করে অফিসে নেওয়ায় অবশেষে ক্লাসে ফিরেছে শিক্ষার্থীরা। চলছে আগের মত পুরোদমে পাঠদান কার্যক্রম। বিদ্যালয়ের মাঠে খেলাধুলা করছে ছাত্রছাত্রীরা। বিদ্যালয় যেন ফিরে পেয়েছে তার চিরচেনা রূপ। গত সোমবার দুপুর থেকে স্বাভাবিক হতে শুরু করে বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম। এদিন সকাল থেকে বিদ্যালয়টির অফিস সহায়ক কাম নিরাপত্তা প্রহরী কৃষ্ণ চন্দ্র বর্মনকে সাথে নিয়ে শিক্ষার্থীদের বাড়ি বাড়ি যান আটোয়ারী উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এম.কে.এ জিন্নাত আলী। এসময় তিনি দুই শিক্ষিকার প্রত্যাহারের বিষয়টি জানিয়ে ও বিদ্যালয়ের পাঠদান সঠিকভাবে পরিচালিত হবে বলে অভিভাকদের বুঝিয়ে শিক্ষার্থীদের বিদ্যালয়ে নিয়ে আসেন। পরে দিনব্যাপী বিদ্যালয়ে পুরোদমে চলে পাঠদান কার্যক্রম। শিক্ষার্থীরাও খুঁশি বিদ্যালয়ের অচলাবস্থা নিরসন হয়ে পূর্বের অবস্থায় ফিরে আসায়। বিদ্যালয়টির ৩য় শ্রেণীর ছাত্র আসাদ বলেন, গত বেশ কিছুদিন ধরে আমাদের স্কুলে আমরা আসিনি আজকে আমাদের ক্লাসে ১০/১২ জন বন্ধু বান্ধবী এসেছে। ক্লাসও হয়েছে ৫টি। আমি খুব খুঁশি আমাদের স্কুল আগের মতই চলছে। স্থানীয় ষাটোর্ধ্ব নাসির উদ্দীন বলেন, সোমবার সকাল থেকে বিদ্যালয়ের পাঠদান চালু করতে বড় স্যারেরা শিক্ষার্থীদের বাড়ি বাড়ি ঘুরে অভিভাবকদের বুঝিয়ে শিক্ষার্থীদের স্কুলে পাঠানোর জন্য পরামর্শ দেন। স্যারেরা বলেছেন যাদের বিরুদ্ধে আন্দোলন করেছেন সেই দুই শিক্ষিকাকে বদলি করা হয়েছে। পরে সবাই তাদের বাচ্চাদের স্কুলে পাঠায়। আমার নাতিও এ স্কুলে পড়ে সেও এখন স্কুলে যাচ্ছে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদ হাসান বলেন, আমরা স্কুলে বাচ্চাদের নিয়ে আসতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সহ বিদ্যালয়ে অনেকবার গিয়েছি। আমার একজন সহকারি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সোমবার সকাল থেকে অভিভাবকদের বুঝিয়ে শিক্ষার্থীদের বিদ্যালয়ে নিয়ে আসেন। এখন পাঠদান কার্যক্রম স্বাভাবিক আছে। সোমবার ৪৫ জনেরও বেশি শিক্ষার্থী বিদ্যালয়ে এসেছে। মঙ্গলবার সরকারি ছুটি ছিল। গতকাল বুধবার বিদ্যালয়ে প্রায় ৫০ শিক্ষার্থী উপস্থিত হয়েছে। এই কর্মকর্তা জানান, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছাঃ আঞ্জুমান আরা বেগম সভাপতির বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। বিদ্যালয়ের উদ্বুদ্ধ পরিস্থিতি নিয়ে তাৎক্ষনিকভাবে গত বৃহস্পতিবার (২৭ জুলাই) উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা শিক্ষা কমিটির সভাপতি মোঃ মুসফিকুল আলম হালিম এর সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় আমাকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। উক্ত কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। ইতিমধ্যে আমরা তদন্ত কার্যক্রম শুরু করা হয়েছে। এছাড়াও তিনি জানান, মন্ত্রণালয় থেকে আমাদের কাছে এবিষয়ে জানতে চাওয়া হয়েছে। আমরা বিদ্যালয়ের সার্বিক বিষয় মন্ত্রণালয়কে অবগত করেছি। সর্বশেষ শিক্ষার্থীদের ক্লাসে ফেরানোর জন্য প্রধান শিক্ষিকা মোছাঃ আঞ্জুমান আরা বেগম ও সহকারী শিক্ষিকা মোছাঃ সামসুন নেহারকে প্রত্যাহার করে অফিসে নেয়া হয়েছে।

You must be Logged in to post comment.

পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক আনিছুর রহমান     |     আটোয়ারীতে ফুটবল একাডেমির যাত্রা শুরু     |     ঝিকরগাছায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস অনুষ্ঠিত     |     শতকরা মাত্র ৪৫ ভাগ মা ০ থেকে ৬ মাস বয়সী শিশুকে দুগ্ধ পান করান পঞ্চগড়ে বিশ্ব মাতৃদুগ্ধ দিবসের অবহিতকরণ কর্মশালা     |     মেহেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস’২৩ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত     |     মেহেরপুরে বিশ্ব পর্যটন দিবস’২৩ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত     |     শিক্ষক নির্বাচিত হয়েছেন ডোমারের তিনটি বিদ্যালয়ের শিক্ষক।      |     মাদারীপুরে ইজিবাইক চোরচক্রের পাঁচ সদস্য গ্রেফতার     |     শৈলকুপায় হত্যাকান্ডকে পুঁজি করে বাড়ী-ঘর ভাংচুর ও লুটপাট     |     কোটচাঁদপুরে রেললাইন থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার     |