ঢাকা, মঙ্গলবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৩ ইং | ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

অস্ট্রেলিয়ার বিপক্ষে দিবা-রাত্রির টেস্ট খেলবে না ভারত

স্পোর্টস: দিবা-রাত্রি টেস্টে সব ধরনের প্রতিশ্রুতি ও দর্শন বাতিল করে দিয়ে এই ধরনের কোনো টেস্ট কখনই আর না খেলার ঘোষণা দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এর ফলে অস্ট্রেলিয়ার বিপক্ষে এডিলেডে অনুষ্ঠিতব্য চার ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি দিবা-রাত্রির হওয়ায় সেটি আর খেলছে না ভারত।
টাইমস অব ইন্ডিয়া সূত্রে জানানো হয়েছে, চলতি বছরের শেষে এডিলেডে ক্রিকেট অস্ট্রেলিয়া ভারতের সাথে দিবা-রাত্রির টেস্ট ম্যাচ খেলতে চেয়েছিল। কিন্তু বিসিসিআই ম্যাচটি খেলতে অস্বীকৃতি জানিয়েছে। এই ধরনের টেস্ট ম্যাচের কোনো ভবিষ্যত নেই বলেই বিসিসিআই দিবা-রাত্রির কোনো ম্যাচ আর খেলতে চাচ্ছেনা বলে সূত্রটি জানিয়েছে।
২০১৯ সালের আইসিসি বিশ্বকাপের পরে আইসিসি টেস্ট টেস্ট চ্যাম্পিয়নশীপ শুরু হবার কথা রয়েছে। কিন্তু সেখানে চারদিনের টেস্ট, গোলাপী বল কিংবা দিবা-রাত্রির কোন টেস্ট অন্তর্ভূক্ত করা হয়নি। সে কারণেই সূত্রটি জানিয়েছে, আইসিসি যদি পুরো বিষয়টি অবহেলা করতে পারে তবে বিসিসিআই কেন এই ধরনের টেস্টে অংশ নিবে। একইসাথে আগামি অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দিবা-রাত্রির টেস্ট আয়োজন করার থেকেও পিছিয়ে এসেছে ভারত।
বিসিসিআই ট্যুর এ- ফিকশ্চার কমিটি অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচটি রাজকোটে কৃত্রিম আলোতে আয়োজন করতে চেয়েছিল। বিশেষ করে এই ধরনের টেস্টের অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য খেলোয়াড়দের অনুরোধেই গোলাপী বলে টেস্ট খেলার পরিকল্পনা করে বিসিসিআই। প্রথমদিকে সংশ্লিষ্টরা এ ব্যপারে চিন্তা করলেও পরবর্তীতে তা বাতিল করা হয়। ভবিষ্যতে এ ধরনের কোন টেস্ট ম্যাচে যেহেতু ভারত আর অংশ নিবে না সে কারণে দিবা-রাত্রির টেস্ট আয়োজনেরও কোনো কারণ নেই।

You must be Logged in to post comment.

ফুলবাড়ীতে পানিবন্দি আশ্রয়নের ১৬০ পরিবারের মাঝে চাল বিতরণ     |     ঠাকুরগাঁওয়ে তিনদলের নেতারা মিলে জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে সংবাদ সম্মেলন     |     ‘বঙ্গবন্ধুর প্রতি শিশুটির এ যেন এক নিষ্পাপ ভালোবাসা’     |     ঠাকুরগাঁওয়ে কিশোরীকে ২ মাস আটকে রেখে নির্যাতনের অভিযোগ পুলিশ কনস্টেবল আল-আমিন এর বিরুদ্ধে     |     উন্নয়নে বদলে গেছে নাগরপুর-দেলদুয়ারের জনপদ সামাজিক নিরাপত্তা বলয় সৃষ্টি  সড়ক যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য খাতে অভুতপূর্ব উন্নয়ন     |     যারা বাংলাদেশকে পাকিস্তান বানাতে চায় তাদের রুখতে হবে — সাতক্ষীরায় বাহাউদ্দিন নাছিম     |     গাংনীতে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের ফাইনাল বাঁশবাড়ীয়া রং পেন্সিল ফুটবল একাদশকে টাইব্রেকারে হারিয়ে শিশিরপাড়্া টাইগার ক্লাব চ্যাম্পিয়ন     |     স্মার্ট কর্নারই বাস্তবায়ন করবে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন -কবির বিন আনোয়ার     |     মেহেরপুরে র‌্যাব ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান অভিযানে ২ ব্যবসায়ীর জরিমানা     |     নদী একটি জীবন্ত সত্তা     |