ঢাকা, মঙ্গলবার, ৫ই ডিসেম্বর ২০২৩ ইং | ২১শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

অস্ত্র ঠেকিয়ে পাহারাদারকে বেঁধে,অটো রাইস মিলে দুর্ধর্ষ ডাকাতি।

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:নাজপুরের ফুলবাড়ীতে দেশীয় অস্ত্রের মুখে পাহারাদারকে বেঁধে রেখে অটো রাইস মিলে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৬ মার্চ) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে পৌর শহরের উপজেলা পরিষদ রোডের প্রেসক্লাব সংলগ্ন প্রসিদ্ধ কালী অটো রাইস মিলে এই ঘটনা ঘটে।
জানা যায়, বৃহস্পতিবার রাতে অজ্ঞাত ৫/৬ জনের একটি ডাকাত দল মুখে কাপড় বাঁধা অবস্থায় কালী অটো রাইস মিলে প্রবেশ করে। এরপর ডাকাতরা মিলের পাহারদার আমিন মুর্মুকে দেশীয় অস্ত্রের মুখে তার হাত-পা বেঁধে মুখে স্কচ টেপ লাগিয়ে মিলের অফিস কক্ষের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে অফিসের সিন্দুকসহ ষ্টীলের ফাইল কেবিনেট এবং ক্যাশ বাক্স ভাংচুর ও তছনছ করে। এসময় ডাকাতরা প্রায় দুই লাখ টাকা ও সিসি ক্যামেরার সেটআপ বক্স নিয়ে যায়।
পাহারদার আমিন মুর্মু বলেন, প্রতিদিনের মতোই পাহারা দেয়ার সময় আচমকা ডাকাত দল দেশী অস্ত্র (হাসুয়া) ঠেকিয়ে কিছু বুঝে উঠার আগেই হাত-পা বেঁধে মুখে স্কচ টেপ লাগিয়ে কম্বল চাপাদিয়ে শুইয়ে রেখে ভাংচুর করে ডাকাতি চালায়। তারা চলে যাওয়ার পর কৌশলে মুখের স্কচ টেপ খুলে চিৎকার করলে অপর পাহারাদার শুকুমার রায় ছুটে এসে তার হাত-পায়ের বাঁধন খুলে দেয়।
মিলের ম্যানেজার প্রমোদ চন্দ্র সরকার বলেন,তিনি সকাল সাড়ে ৮টায় এসে ডাকাতির বিষয় জানতে পারেন। ডাকাতরা প্রায় দুই লাখ টাকা ও সিসি ক্যামেরার হার্ডডিক্সসহ সেটআপ বক্স নিয়ে গেছে এবং অফিসের ফাইলপত্র তছনছ করেছে। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন।
কালী অটো রাইস মিলের স্বত্তাধিকারী রাজেন্দ্র প্রসাদ গুপ্ত জানান, আমি বাসায় আছি এখনও মিলে যাইনি। মিলে গেলেই বিস্তারিত জানা যাবে। প্রাথমিকভাবে থানা পুলিশকে অবগত করা হয়েছে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশ্রফুল ইসলাম জানান, বিষয়টি ডাকাতি নয় চুরির ঘটনা ঘটেছে। অভিযোগ নেওয়া হচ্ছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

You must be Logged in to post comment.

রংপুরে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে স্বতন্ত্র প্রার্থীকে শোকজ     |     রংপুরের ৬ আসনে ১০ জনের মনোনয়ন বাতিল     |     গাংনীতে ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম উপলক্ষে র‌্যালি     |     গাংনীতে শহিদ বুদ্ধিজীবী দিবস পালন ও মহান বিজয় দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত     |     কীটনাশক ব্যবহার করেও পোকা দমন করা যাচ্ছে না টাঙ্গাইলে ভুট্টায় পোকার আক্রমণ! দিশেহারা কৃষকরা     |     ঘাটাইলে অটোরিক্সা মোটর সাইকেল সংঘর্ষে দুই বন্ধু নিহত     |     ঠাকুরগাঁওয়ে বিএসএফ এর গুলিতে ২ বাংলাদেশী নিহত     |     শৈলকুপায় স্বতন্ত্র প্রার্থী দুলাল বিশ্বাসের সমর্থকদের উপর হামলা: আহত ৩     |     মেহেরপুরে শিল্পকলা একাডেমির গণজাগরণের সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত     |     গাংনীতে ভ্রাম্যমান আদালতে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অপরাধে জামাই শ্বশুরের জরিমানা     |