আইডিইবি’র ভবনে ভাংচুরের প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন


আ:রশদি তালুকদার,টাঙ্গাইল প্রতনিধি:ি রাজধানীতে বিএনপির মহাসমাবেশ থেকে বিনা উস্কানিতে আইডিইবি ভবনে ব্যাপক ভাংচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে টাঙ্গাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এবং শিক্ষক-শিক্ষার্থীরা প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে। মঙ্গলবার(৩১ অক্টোবর) সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স টাঙ্গাইল জেলা শাখা ওই কর্মসূচি পালন করে।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, আইডিইবি টাঙ্গাইল জেলা শাখার সভাপতি কাজী জাকেরুল মওলা, সহ-সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মীর মোহাম্মদ হোসেন চুন্নু প্রমুখ।
এ সময় বিদুৎ উন্নয়ন বোর্ড, পৌরসভা, গণপূর্ত অধিদপ্তর, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও সড়ক বিভাগের ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা উপস্থিত ছিলেন।