ঢাকা, সোমবার, ২৯শে মে ২০২৩ ইং | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

আওয়ামী লীগ জনগণের ভোটে বিশ্বাস করেনা                                     ডা. এ জেড এম জাহিদ

ঠাকুরগাঁও প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ভাইস চেয়ারম্যান ডা এ.জেড এম জাহিদ হোসেন বলেন, আওয়ামী লীগের জনগণের ভোটের প্রয়োজন হয়না৷ কারন আওয়ামী লীগ জনগণের ভোটে বিশ্বাস করেনা৷ আ.লীগ ও গণতন্ত্র একসাথে চলেনা৷ কিন্তু মুখে গণতন্ত্রের কথা বলে আর বাস্তবে বাকশাল কায়েক করে৷
শুক্রবার বিকালে ঠাকুরগাঁও জেলা বিএনপির আয়েজনে পৌরশহরের পাবলিক ক্লাব মাঠে উচ্চ আদালতের নির্দেশনা অধীনস্থ আদালত এবং সরকারের অবজ্ঞা, গায়েবি মামলায় নির্বিচারে গ্রেফতার, মিথ্যা মামলা ও পুলিশি হয়রানি ব‌ন্ধসহ ১০দফা দা‌বিতে অনুষ্ঠিত জনসমা‌বেশে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি।
তিনি বলেন, এ সরকারের আমলে কেউ ধর্মকর্ম সঠিকভাবে পালন করতে পারেনা৷ যত ধরনের হামলা হয়েছে সব করেছে আ.লীগের সন্ত্রাসীরা। কাজেই হিন্দু বলেন, বৌদ্ধ বলেন খ্রিষ্টান বলেন সকলে একসাথে মিলে আমাদের সাথে ঐক্যবদ্ধ হয়েছে৷
ডা.এ.জেড এম জাহিদ হোসেন আরো বলেন, নেচে নেচে বলেছিল ১০ টাকা কেজি চাল দেব, বিনা পয়সায় সার দেব, ঘরে ঘরে চাকরী দেব৷ মাথায় পট্টি আর হাতে তসবিহ নিয়ে আর কত না গান করেছে৷ আর বাস্তবতা হচ্ছে চাল আর আটার দাম ৭০ থেকে ৭৫ টাকা কেজি। আর চাকরীর বয়স ৩৫ থেকে ৪০ তাদের চাকরী হয়না৷ আর চাকরীর ক্ষেত্রে আ.লীগ আর বিএনপি নামে ডিএনএ টেস্ট হয়। আ.লীগ না করলে চাকরী হয়না৷
এ সময় জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর করিম,ইউনুস আলী, সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ, জেলা,উপজেলা ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

You must be Logged in to post comment.

রাণীশংকৈলে বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি পালন।     |     সুন্দরগঞ্জে সীল সম্বলতি ১’শ ব্যালট উদ্ধার     |     গাংনীতে ভূমি সেবা সপ্তাহের সমাপনী উপলক্ষে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত     |     লালমনিরহাটে হোটেলের খাবার খেয়ে অসুস্থ ২০     |     আওয়ামী লীগ নেতার মিল চাতাল দখলের অভিযোগ     |     রূপসায় আলাইপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক — শিক্ষার্থী ভুগছে  নিরাপত্তা হীনতায়    কর্তৃপক্ষের  হস্তক্ষেপ কামনা এলাকাবাসির     |     টাঙ্গাইলে মাছের দোকান ভাগাভাগি নিয়ে খুন হন ব্যবসায়ী বাপ্পী     |     টাঙ্গাইলে বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০বছর পূর্তি উদযাপিত     |     বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক অনুষ্ঠান উপলক্ষে পঞ্চগড়ে রক্তদান ও চিকিৎসা ক্যাম্প     |     ঝিকরগাছায় ম্যানেজ প্রক্রিয়ায় প্রধান শিক্ষক হয়েছেন আনারুল ইসলাম     |