ঢাকা, শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪ ইং | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

আওয়ামী লীগ জনগণের ভোটে বিশ্বাস করেনা                                     ডা. এ জেড এম জাহিদ

ঠাকুরগাঁও প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ভাইস চেয়ারম্যান ডা এ.জেড এম জাহিদ হোসেন বলেন, আওয়ামী লীগের জনগণের ভোটের প্রয়োজন হয়না৷ কারন আওয়ামী লীগ জনগণের ভোটে বিশ্বাস করেনা৷ আ.লীগ ও গণতন্ত্র একসাথে চলেনা৷ কিন্তু মুখে গণতন্ত্রের কথা বলে আর বাস্তবে বাকশাল কায়েক করে৷
শুক্রবার বিকালে ঠাকুরগাঁও জেলা বিএনপির আয়েজনে পৌরশহরের পাবলিক ক্লাব মাঠে উচ্চ আদালতের নির্দেশনা অধীনস্থ আদালত এবং সরকারের অবজ্ঞা, গায়েবি মামলায় নির্বিচারে গ্রেফতার, মিথ্যা মামলা ও পুলিশি হয়রানি ব‌ন্ধসহ ১০দফা দা‌বিতে অনুষ্ঠিত জনসমা‌বেশে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি।
তিনি বলেন, এ সরকারের আমলে কেউ ধর্মকর্ম সঠিকভাবে পালন করতে পারেনা৷ যত ধরনের হামলা হয়েছে সব করেছে আ.লীগের সন্ত্রাসীরা। কাজেই হিন্দু বলেন, বৌদ্ধ বলেন খ্রিষ্টান বলেন সকলে একসাথে মিলে আমাদের সাথে ঐক্যবদ্ধ হয়েছে৷
ডা.এ.জেড এম জাহিদ হোসেন আরো বলেন, নেচে নেচে বলেছিল ১০ টাকা কেজি চাল দেব, বিনা পয়সায় সার দেব, ঘরে ঘরে চাকরী দেব৷ মাথায় পট্টি আর হাতে তসবিহ নিয়ে আর কত না গান করেছে৷ আর বাস্তবতা হচ্ছে চাল আর আটার দাম ৭০ থেকে ৭৫ টাকা কেজি। আর চাকরীর বয়স ৩৫ থেকে ৪০ তাদের চাকরী হয়না৷ আর চাকরীর ক্ষেত্রে আ.লীগ আর বিএনপি নামে ডিএনএ টেস্ট হয়। আ.লীগ না করলে চাকরী হয়না৷
এ সময় জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর করিম,ইউনুস আলী, সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ, জেলা,উপজেলা ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

You must be Logged in to post comment.

গাংনী উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত     |     গাংনী পৌরসভার আয়োজনে শহর সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা অনুষ্ঠিত     |     মেহেরপুর প্রতিদিনের ৭ম বছরে পদার্পণে আমন্ত্রিত অতিথিরা  জেলার শিক্ষা,শিল্প, সাহিত্য, সংস্কৃতি, মুক্তিযুদ্ধ ও উন্নয়ন তুলে ধরে পত্রিকাটিকে গণমানুষের মুখপাত্র হিসেবে গড়ে তুলতে হবে।     |     আন্তর্জাতিক যোগাযোগের গেটওয়ে হবে কুড়িগ্রাম     |     কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা     |     বিরলের ৩ টি ইউপি’র ১৯জন চেয়ারম্যান পদ প্রার্থীর মনোনয়পত্র দাখিল। সংরক্ষিত ২৫ ও সাধারণ ৯৪ জন প্রার্থী।     |     গাংনীতে মাটি ভর্তি ট্রলির উপর থেকে চাকার নিচে পড়ে শিশু নিহত     |     টাঙ্গাইলে ৯৬৬ বোতল ফেনসিডিলসহ আটক ৪     |     ঢাকায় ‘শিক্ষায় ন্যায্যতাভিত্তিক বাজেট: আমাদের প্রত্যাশা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত     |     আটোয়ারীতে দেশান্তরী চাচার খেলাপী ঋণ পরিশোধ করে দৃষ্টান্ত স্থাপন করলেন বীর মুক্তিযোদ্ধ ভ্রাতুষ্পুত্র     |