‘আওয়ামী লীগ গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়’ -রমেশ চন্দ্র সেন


ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন বলেছেন, বাংলাদেশে আওয়ামী লীগ সরকার গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য কাজ করে যাচ্ছে। গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য দলমত নির্বিশেষে সকলে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও চৌরাস্তা থেকে বালিয়াডাঙ্গী মোড় পর্যন্ত সড়ক চার লেনে উন্নীতকরণ কাজের উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সাংসদ রমেশ চন্দ্র সেন একথা বলেন।
রমেশ সেন বলেন, বাংলাদেশে যদি আওয়ামী লীগ থাকত তাহলে বাংলাদেশ স্বাধীন হতো না। আওয়ামী লীগের কারণে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আওয়ামী লীগ দেশের মানুষের উন্নয়নে কাজ করেই চলেছে।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকার হচ্ছে উন্নয়নের সরকার। আওয়ামী লীগ উন্নয়নের সরকার বলেই ঠাকুরগাঁও শহরে চার লেনের রাস্তা নির্মাণ হচ্ছে। যা স্মরণীয় হয়ে থাকবে ইতিহাসে।
সাংসদ রমেশ সেন বলেন, ২০১৪ সালে বিএনপি-জামায়াত বাংলাদেশে জ্বালাও পোড়াও করেছে। তারা দেশের সম্পদ ক্ষতি করেছে। সে সময় প্রায় ৭২ জন পুলিশ ও ১২৩ জন মানুষকে পুড়িয়ে হত্যা করেছে তারা। বিএনপি-জামায়াত জঙ্গি দল। তারা দেশের ক্ষতি করার জন্যই ক্ষমতায় যেতে চায়। কিন্তু দেশের মানুষ তা কখনোই হতে দেবে না।
উন্নয়ন করলে আওয়ামী লীগ সরকারই করবে, অন্য কোন দল বাংলাদেশের উন্নয়নে অগ্রণি ভূমিকা রাখতে পারবে না। এ সরকারের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে পুনরায় বিজয়ী করার জন্য সকলের প্রতি আহ্বান জানান সাংসদ রমেশ চন্দ্র সেন।
ঠাকুরগাঁও সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মখলেছুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, ঠাকুরগাঁও ৩০ বিজিবির মেজর জাহাঙ্গীর আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মুহা: সাদেক কুরাইশী, সহ-সভাপতি অ্যাড. মকবুল হোসেন বাবু, মাহাবুবুর রহমান খোকন, সাংগঠনিক সম্পাদক অ্যাড. মোস্তাক আলম টুলু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অরুণাংশু দত্ত টিটো, সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক ও জেলা পরিষদের সদস্য নজরুল ইসলাম স্বপন, জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল, সাধারন সম্পাদক দেবাশীষ দত্ত সমীর, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুনাম, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক ভারপ্রাপ্ত কমান্ডার বদরুদ্দোজা বদর প্রমুখ।
উল্লেখ্য, রংপুর জোন প্রকল্পের আওতায় প্রায় ৬৩ কোটি টাকা ব্যয়ে শহরের ঠাকুরগাঁও চৌরাস্তা হতে বালিয়াডাঙ্গী মোড় পর্যন্ত ২টি সেতু নির্মাণ সহ চার লেনের প্রায় ৬ কিলোমিটার সড়ক নির্মাণ করা হবে।