‘আওয়ামী লীগ যে পথে হাঁটছে সেটা একদলীয় পথ’


চট্টগ্রাম ব্যুরো: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে চট্টগ্রামে মানববন্ধন করেছে বিএনপি। পুলিশী বেষ্টনি থাকা সত্ত্বেও মানবন্ধনে অংশ নেন বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। নগরীর নাসিমন ভবনের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি নেতাকর্মীরা মানবপ্রাচীর তৈরি করে। বিএনপি কর্মীদের মাত্র এক ফুট দূরত্বেই বেষ্টনি তৈরি করে অনেকটা সীমানা নির্ধারণ করে দেয় পুলিশ। এসময় বিএনপি নেতারা বেগম খালেদা জিয়াসহ সকল রাজনীতিকের মুক্তির দাবি করেন।
মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে গ্রেফতারের মধ্য দিয়ে সরকার তাদের ক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করে ফেলেছে। আওয়ামী লীগ যে পথে হাঁটছে সেটা একদলীয় পথ, স্বৈরতন্ত্রের পথ, ফ্যাসিস্টের পথ, নিপীড়ন নির্যাতনের পথ। আর বিএনপি চলছে গণতন্ত্রের পথে। আওয়ামী লীগ রাষ্ট্রীয় সন্ত্রাসের উপর নির্ভর করে আর বিএনপি জনগণের উপর নির্ভর করে। খসরু বলেন, দেশনেত্রী বেগম জিয়ার মুক্তি আসবে আইনের শাসনের মাধ্যমে, বাক স্বাধীনতার মাধ্যমে। দেশনেত্রী যে পথ দেখিয়েছেন সেটি শান্তির পথ। সকলকে ঐক্যবদ্ধভাবে শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত রাখতে হবে। আমাদের নেতাকর্মীরা এখন গ্রেফতারের ভয় করে না। মনে রাখবেন বেগম খালেদা জিয়া জেলের ভিতরে অনেক বেশী শক্তিশালী। এসময় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, নগর বিএনপির সিনিয়রসহ সভাপতি আবু সুফিয়ান, শ্রমিক দলনেতা এম নাজিম উদ্দিন, সামসুল আলম, নগর বিএনপির সেক্রেটারি আবুল হাশেম বক্কর, বিএনপি নেতা ইয়াছিন চৌধুরী লিটন, শাহ আলম, বেলায়েত হোসেন বুলু, কাজী বেলাল, মোশারফ হোসেন দিপ্তী, কামরুল ইসলাম, মহিলা দলনেত্রী মনোয়ারা বেগম মনি প্রমুখ উপস্থিত ছিলেন।