মজিবর রহমান শেখ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,দিন পাল্টে গেছে, এখন প্রশাসনের দরজা সকল শ্রেণির মানুষের জন্য খোলা। যে কোন শ্রেনির মানুষ এখন ডিসি অফিসে যেতে পারে, ডিসির সাথে দেখা করতে পারে বলে মন্তব্য করেছেন ঠাকুরগাঁও জেলা প্রশাসন আখতারুজ্জামান। “আমি আপনাদের এলাকায় আপনাদের জন্য কাজ করতে চাই, এ জন্য সকলকে সহযোগিতা করতে হবে, আমি সকলের সহযোগিতা চাই ।১৮ এপ্রিল বুধবার বিকাল ৪টায় বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসনের আয়োজনে বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ হলরুমে উপজেলার জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন।এ সময় উপজেলা নির্বাহী অফিসার আ: মান্নানের সভাপতিত্বে ঠাকুরগাঁও ২ আসনের সাংসদ আলহাজ্ব মো: দবিরুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান সফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আলী , উপজেলা আওয়ামী লীগের, সাধারণ সম্পাদক প্রবীর কুমার রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সামাদ পান্না, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহমান, উপজেলা শিক্ষা কর্সকর্তা সামশুল হক, অফিসার ইনচার্জ এবিএম সাজেদুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার রেজাউল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: ফিরোজ জামান জুয়েল , উপজেলাআওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জুলফিকার আলী, সমির উদ্দীন স্মৃতি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ বেলাল রব্বানী, ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সামিয়েল মার্ডি, উপজেলা প্রকৌশলী মাইনুল ইসলাম, বালিয়াডাঙ্গী উপজেলা প্রেসক্লাবের সভাপতি রাজিউর রহমান রাজু,সহ উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা- কর্মচারী, আট ইউনিয়নের চেয়ারম্যান ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মত বিনিময় অনুষ্ঠনের শুরুতে জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মো: দবিরুল ইসলাম ও জেলা প্রশাসক আখতারুজ্জামান একে অপরকে ফুলেল শুভেচ্ছা জানান।