আগামী প্রজন্মকে তিলোত্তমা নগরী উপহার দেয়ার ইচ্ছা আ’লীগের মেয়র প্রার্থী খালেকের


খুলনা প্রতিনিধি : খুলনা সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা ভোটারদের মন জয় করতে নানা রকম প্রতিশ্রুতি দিচ্ছেন। যদিও প্রার্থীদের মনোনয়ন জমা, বাছাই বা চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ এখনো সময়ের ব্যাপার। তবু আওয়ামীলীগ ও বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দল সমর্থিত প্রার্থীরা নিজেদের অবস্থান পাকা-পোক্ত করতে বসে নেই। চালাচ্ছেন প্রচার-প্রাচারনা।
এদিকে আওয়ামী লীগের দলীয় মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক নগরীর উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা গ্রহন করেছেন। তাঁর এসব পরিকল্পনা প্রকাশ করতেও শুরু করেছেন।
গত বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় দলীয় কার্যালয়ে খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগের যৌথ বর্ধিত সভায় তিনি বলেন, আমার ব্যক্তিগত কোন লোভ লালসা নেই, আমি শুধু খুলনা মহানগরীর থেমে যাওয়া উন্নয়নকে সম্পূর্নরুপে শেষ করে আগামী প্রজন্মকে একটি তিলোত্তমা নগরী উপহার দিতে চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুলনা মানুষকে অত্যন্ত ভালোবাসেন এবং খুলনার থেমে যাওয়া উন্নয়নকে পুনরায় চালু করতেই আমাকে মেয়র পদে মনোনয়ন দিয়েছেন। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইচ্ছার প্রতিফলন আর খুলনার মানুষের উন্নয়ন করতে আপনাদের পাশে থেকে অসমাপ্ত কাজ সমাপ্ত করতে চাই। তিনি খুলনার জলাবদ্ধতা নিরসন, পাবলিক হলকে নতুন করে নির্মান করা, রূপসা শিপইয়ার্ড চার লেন বিশিষ্ট রাস্তা নির্মানসহ নগরবাসীর সকল সুযোগ সুবিধা নিশ্চিত করতে আপনাদের সহযোগিতা চাই। আপনারা আরেকবার আমাকে সুযোগ দিলে খুলনা মহানগরীকে তিলোত্তমা নগরীতে পরিণত করবো ইনশাল্লাহ। আমি আপনাদের সকলের সহযোগিতা চাই। নির্বাচিত হলে হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স ফি কমিয়ে সহনীয় পর্যায়ে আনা হবে বলে তিনি প্রতিশ্রুতি দেন।